Scores

গোলাপি বল দেখছেন না লিটন!

ইডেন টেস্টের আগমুহূর্তে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস চোখের দেখায় গোলাপি বল চিনতে পারছেন না। অথচ ইডেন টেস্টে খেলা হবে গোলাপি রঙের বলে।

 

গোলাপি বল দেখছেন না লিটন!

Also Read - শেষমুহুর্তে বাতিল হল প্যারাট্রুপারস শো


ইডেন টেস্টের মাধ্যমেই গোলাপি বলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচে খেলা হয় গোলাপি বলে। কিন্তু লিটন সেই গোলাপি রঙই দেখছেন না। দৃষ্টি পরীক্ষা (ভিশন টেস্ট) করে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি।


‘কালার ব্লাইন্ড’ বা বর্ণান্ধ হলে কিছু রঙ দেখতে অসুবিধা হয়, কিংবা একেবারেই দেখা যায় না। লিটন দেখতে পান না গোলাপি রঙ, ফলশ্রুতিতে গোলাপি বলও। তাই ইডেন টেস্টের আগের সন্ধ্যায় সবাই যখন অনুশীলনে ব্যস্ত, কপালে চিন্তার ভাঁজ নিয়ে লিটন তখন পায়চারি করছেন। সাথে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টেরও।

বুধবার সকালে নেটে অনুশীলনের সময় লিটন নেট বোলার ইরফানের বলে ৯ বার বোল্ড হন। তখনই বোঝা গিয়েছিল- গোলাপি বল দেখতে সমস্যা হচ্ছে লিটনের। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের অনুশীলনের সময় লিটন মাঠে ছিলেন না। হাঁটাহাঁটি করছিলেন ইডেনের ক্লাব হাউজের বারান্দায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, লিটনকে অনুশীলন না করার কারণ জানতে চাইলে তিনি কথা না বলে চলে যান।

লিটনের এমন সমস্যায় বিপাকে পড়েছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়ে এখন পূর্ণ মনোযোগ রাখছেন ব্যাটিংয়ে। টি-টোয়েন্টি সিরিজের পর গ্লাভস হাতে অনুশীলনও করেননি। বাকি আছেন মোহাম্মদ মিঠুন। ঘরোয়া ক্রিকেটে উইকেটরক্ষকের ভূমিকা পালনের অভিজ্ঞতা আছে তার। কিন্তু গোলাপি বলে প্রথম টেস্টেই প্রস্তুতি ছাড়া গ্লাভস হাতে নেওয়া চ্যালেঞ্জিং হতে পারে তার জন্য!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোগলেকে অপমান করে ‘অনুতপ্ত’ সঞ্জয়

ভারত-বাংলাদেশ ম্যাচ থেকে জুয়াড়ি আটক

কী করবেন চতুর্থ ও পঞ্চম দিনের দর্শকরা?

বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের

বাংলাদেশের ক্রিকেটারদের ‘তাচ্ছিল্য’ করে বিজ্ঞাপন কলকাতা পুলিশের!