Scores

গ্র্যান্ড স্ট্যান্ডের ‘কপাল’ থেকে হারিয়ে গেছে ঘড়ি!

সিলেট স্টেডিয়ামের সাথে স্থাপত্যশৈলীর দিক থেকে দেশের অন্যান্য স্টেডিয়ামের বিস্তর ফারাক। সিলেটের ঐতিহ্যর সাথে বিদেশি বা ইউরোপীয় ধাঁচের ছোঁয়া রেখে এই স্টেডিয়াম নির্মিত হয়েছে। এরই অংশ হিসেবে নির্মাণের পর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের উপরে শোভা পেত ইংল্যান্ড থেকে দেড় লক্ষ টাকা খরচ করে আনা দৃষ্টিনন্দন ঘড়ি।

১০ মিনিট এগিয়ে সিলেট স্টেডিয়ামের ঘড়ি!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন আর শোভা পায় না ঘড়িটি।

সিলেট স্টেডিয়ামের কথা মনে করলেই যে কারও চোখে ভেসে উঠত গ্র্যান্ড স্ট্যান্ডের ছবি, যার ‘কপালে’ টিপের মত শোভা পেত এই ঘড়ি। তবে সঠিক সময়ের চেয়ে কিছুক্ষণ এগিয়ে থাকায় ঘড়িটি সরিয়ে ফেলা হয়েছে। এতে সৌন্দর্য হারিয়েছে দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ড।

শনিবার (৩ নভেম্বর) টেস্ট ভেন্যু হিসেবে সিলেটের অভিষেকের দিনে ঘড়িটিকে দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই। ঘড়িটি যেখানে বসানো ছিল, সেখান থেকে খুলে নেওয়ায় বড় বড় চারটি দাগও পড়েছে চালের মত করে তৈরি করা উঁচু জায়গাটায়, এতে নয়নাভিরাম স্টেডিয়ামটির সৌন্দর্যহানী ঘটছে।

এর আগে গত বিপিএলে ঘড়িটিকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। এ নিয়ে প্রশ্ন করা হলে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের চেয়ে দশ মিনিট এগিয়ে থাকায় ঘড়িটি বিভ্রান্তি সৃষ্টি করে, আর তাই ম্যাচ চলাকালে ঢেকে রাখা ছাড়া উপায় ছিল না। এবার ঘড়িটি একেবারে খুলেই ফেলা হয়েছে।

Also Read - টাইগার ভক্ত শোয়েব আলীর মানবতার গল্প


মুল সমস্যা সৃষ্টি হয়েছে ঘড়িটির সময় শুধরানোর সহজ কোনো উপায় না থাকায়। বিপিএলের সময় জানানো হয়, ঘড়ির নির্মাতা প্রতিষ্ঠান ছাড়া কেউই পারবে না এর সময় ঠিক করতে। যখন আমদানি করা হয়, তখন থেকেই এটি নির্ধারিত সময়ের চেয়ে দশ মিনিট এগিয়ে ছিল।

এবার জানা গেল, নির্মাতা প্রতিষ্ঠানও নাকি এই ত্রুটি দূর করতে পারেনি। ছয় মাস সময় লাগিয়ে ঘড়িটি ইংল্যান্ডের নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হলেও দেশে আনার পর দেখা যায়, এখনও ঘড়ির সময় নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে। আর তাই বাধ্য হয়েই ঘড়িটি সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: ‘অপেক্ষা’র যে রেকর্ডে আরিফুল দ্বিতীয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চারদিনের টেস্টের বিরুদ্ধে মুশফিক

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবাল অস্ট্রেলিয়া

ভিডিও: আলিম দারের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ ঝাড়লেন ওয়ার্নার