
Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-05T01:18:06+06:00
আপডেট হয়েছে - 2023-08-05T01:27:52+06:00
Surrey Jaguars vs Vancouver Knights
CAA Centre

Surrey Jaguars
139/9 (20)

Vancouver Knights
101/10 (16.4)
Surrey Jaguars won by 38 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Matthew Forde (West Indies) |
লো স্কোরিং কোয়ালিফায়ার জিতে গ্লোবাল টি-২০ কানাডার ফাইনাল নিশ্চিত করেছে লিটন দাসের সারে জাগুয়ার্স। তবে ব্যাট হাতে লিটন দাস ছিলেন নিস্প্রভ। থিতু হয়েও গড়তে পারেননি বড় স্কোর।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সারে জাগুয়ার্স। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জতিন্দর সিং দলকে এনে দেন দারুণ শুরু। তাদের ৩৪ রানের ওপেনিং জুটি ভাঙ্গেন জুনায়েদ সিদ্দিক। ৩ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২০ রান করা হারিসকে বিদায় করেন তিনি।
এক ওভার পরেই আউট হন জতিন্দর। রুবেন ট্রাম্পলম্যানের বলে ভন ডার ডাসেনের হাতে ক্যাচ দেন জতিন্দার। পরের ওভারেই রান আউট হন পরগত সিং। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সারে জাগুয়ার্স। এরপর ইফতেখার আহমেদের সাথে ১৭ রান যোগ করেন লিটন। ১ চার ও ১ ছক্কা মারা লিটন আউট হন স্পিনার কার্তিক মেয়াপ্পানের বলে। ১৯ বলে ১৬ রান করেন তিনি।
ইফতেখার ও আয়ানের ৪৩ রানের জুটিতে লড়াকু স্কোরের সম্ভাবনা জাগিয়ে রাখে সারে। তবে ২০ বলে ২৯ রান করে আয়ান বিদায় নেয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ১৩৯ রানে থামে সারে জাগুয়ার্স। দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে ইফতেখারের ব্যাট থেকে। ২৮ বলের এ ইনিংসে ছিল দুইটি করে চার ও ছক্কা।
১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভ্যানকুভার নাইটস উইকেট হারায় প্রথম ওভারেই। ওপেনার রায়ান পাঠানকে ফেরান পেসার স্পেন্সার জনসন। পরের ওভারে তার পথ ধরেন মোহাম্মদ রিজওয়ানও। ফোর্ডের বলে রিজওয়ান ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে। দুই ওপেনারের দুজনই ৪ বল খেলে করেন ৪ রান।
এরপর ভন ডার ডাসেনকে ফেরান ম্যাথু ফোর্ড। পরের ওভারে আঘাত হানেন আয়ান খান। পাওয়ারপ্লের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভ্যানকুভার নাইটস।
২৫ রানের জুটি গড়েন করবিন বশ ও নাজিবুল্লাহ জাদরান। ১৭ বলে ১৫ রান করে নাজিবুল্লাহ ও ২১ বলে ১২ রানের মন্থর ইনিংস খেলে বশ একই ওভারে বিদায় নেন। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভ্যানকুভার। সময়ের সাথে সাথে বাড়তে থাকে ওভারপ্রতি প্রয়োজনীয় গড় রানও।
শেষদিকে ২ চার ও ২ ছক্কা মারা ক্যারিবিয়ান ব্যাটার ফ্যাবিয়ান এলেনের ২০ বলে ২৭ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়ে আনে। এছাড়া ১১ রান করেন রুবেন ট্রাম্পলম্যান। সন্দ্বীপ লামিচানে ও ম্যাথু ফোর্ড মিলে ইনিংসের ১৭তম ওভারেই ১০১ রানে অলআউট করে দেন ভ্যানকুভার নাইটসকে। চার উইকেট শিকার করে ম্যাচসেরা হন বার্বাডোজের ডানহাতি মিডিয়াম পেসার ম্যাথু ফোর্ড।
এ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে সারে জাগুয়ার্স। তবে আশা ফুরিয়ে যায়নি ভ্যানকুভার নাইটসের। এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে শনিবার মাঠে নামবে রিজওয়ান-ফন ডার ডুসেনের ভ্যানকুভার নাইটস। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লিটন দাসের সারে জাগুয়ার্স।
তবে ব্যাট হাতে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ভুগছেন ধারাবাহিকতার অভাবে। এখন পর্যন্ত ৬ ইনিংসে ২৩.৩৩ গড়ে করেছেন ১৪০ রান। স্ট্রাইক রেট ১০১.৪৪। অর্ধশতক হাঁকানো ইনিংসটা বাদ দিলে বাকি পাঁচ ইনিংসে তার রান মাত্র ৮১। থিতু হয়েও স্কোর বড় করতে পারছেন না এ ক্রিকেটার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।