Scores

ঘণ্টা বাজানো নিয়ে ক্ষেপেছেন গম্ভীর

ক্রিকেট মাঠে বেশ গুরুত্বের সহিত দেখা হয় ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানোর বিষয়টি। যদিও ক্রিকেট বিশ্বে ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করা ভেন্যু সংখ্যা খুব বেশি নয়।

ঘণ্টা বাজানো নিয়ে ক্ষেপেছেন গম্ভীর

সম্প্রতি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেটের অভিষেক টেস্টে বাজানো হয় ‘দ্যা ফাইভ মিনিটস বেল’ খ্যাত ঘণ্টা। এর আগে এই উদ্যোগ নেওয়া হয়েছিল মাত্র দুটি ভেন্যুতে- ইংল্যান্ডের লর্ডস ও ভারতের ইডেন গার্ডেনস।

তবে ইডেনে সম্প্রতি বাজানো ঘণ্টায় বেজায় ক্ষেপেছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

Also Read - ক্রিকেট অস্ট্রেলিয়ার স্লোগান শোনে ওয়ার্নের বমি আসে!


গত রবিবার ইডেনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও সফরকারী উইন্ডিজ। রীতি মেনে এই ম্যাচের শুরুতেও বাজানো হয় ‘দ্যা ফাইভ মিনিটস বেল’ খ্যাত ঘণ্টা। ঘণ্টা বাজানো নিয়ে অবশ্য গম্ভীরের আপত্তি নেই। গম্ভীরের আপত্তি ঘণ্টা যিনি বাজিয়েছেন বা যাকে দিয়ে বাজানো হয়েছে, তাকে নিয়ে।

ঘণ্টাটি বাজিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। এই আজহারউদ্দিনের বিরুদ্ধে রয়েছে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ। ম্যাচ গড়াপেটায় যুক্ত কারও দ্বারা ঘণ্টা বাজানোর মত গুরুত্বপূর্ণ কাজ ধার্য করা গম্ভীরের কাছে ভালো ঠেকেনি। আর তাই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে উগরে দিয়েছেন ক্ষোভ।

ইডেনের ঐ ম্যাচে ভারত জিতলেও ঘণ্টা বাজানোর ব্যাপারটি নিয়ে গম্ভীরের মাঝে ছিল না উচ্ছ্বাস। টুইট বার্তায় তিনি বলেন, ‘ইডেনে আজ হয়তো ভারত জিতেছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে বিসিসিআই, সিওএ এবং সিএবির হেরে গেছেমনে হচ্ছে, দুর্নীতি মেনে না নেওয়ার যে নীতি, তার রবিবার ছুটি ছিল।’

গম্ভীর আরও লিখেন, ‘আমি জানি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচনে আজহারকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছেকিন্তু, তার পরেও এটা স্তম্ভিত করে দিয়েছেআশা করি ক্ষমতাসীনরা এই ঘণ্টার আওয়াজ শুনছেন।’

প্রসঙ্গত, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা অভিযোগে আজহারউদ্দিনকে শাস্তি হিসেবে ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল বিসিসিআই। যদিও ২০১২ সালে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর পর থেকে আবারও তার ‘বিতর্কিত’ আনাগোনা ক্রিকেট অঙ্গনে।

আরও পড়ুন: উইকেট কেমন হবে জানতো জিম্বাবুয়ে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ইডেনে আরেকটি সল্টলেক উপাখ্যান তৈরি করতে পারবে ক্রিকেটাররা?

বৃষ্টিতে বিঘ্ন ঘটা ম্যাচের সমাধান দিলেন গাঙ্গুলি

আইপিএলের আসর থেকে আটক ৭ জুয়াড়ি

পারলেন না সাকিব, হার দিয়ে শুরু হায়দরাবাদের

ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজালেন সাকিব