Scores

ঘরোয়া ক্রিকেটের ৭৫ ভাগ না খেললে চুক্তি নয়!

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের উপর একটু কঠোর হচ্ছে বোর্ড। সময়ের সাথে তাল মিলিয়ে ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ছে প্রতি বছরই। তবে সেই সাথে কমছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা। ভবিষ্যতে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার ক্ষেত্রে যাচাই করা হবে ঘরোয়া ক্রিকেটে একজন ক্রিকেটারের উপস্থিতির হার।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস লিগের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

ঘরোয়া ক্রিকেটকে বলা হয় জাতীয় দলের মেরুদণ্ড। তবে জাতীয় দলে জায়গা পাওয়ার পর অনেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলতে গড়িমসি করেন। এতে ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও ওঠে প্রশ্ন। সেই বিতর্ক দূর করতেই এমন পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

Also Read - 'পারফরম্যান্সই হওয়া উচিত একমাত্র মানদণ্ড'


মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখানেও (বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত ক্রিকেটার) আমরা একটা প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করছি। দুই বছর ঘরোয়া পর্যায়ে যারা ৭৫ শতাংশ প্রথম শ্রেণির ম্যাচ খেলবে, তাদের এই চুক্তির মধ্যে যুক্ত করা হবে।’

ক্রিকেটারদের দাবির মুখে গত বছর চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের বেতন-ভাতার পরিমাণ বৃদ্ধি করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বছর ঘুরতেই এবার আবারও বাড়ানো হচ্ছে পারিশ্রমিকের পরিমাণ। যদিও একইসাথে কমে যাচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান।

নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি বেতন বাড়ানোর রেকর্ডটাই বিসিবি গড়েছিল গত বছর। ২০১৬ সাল পর্যন্ত চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা যে বেতন পেতেন, বর্তমানে তা বেড়েছে দ্বিগুণ। নতুন কাঠামোয় বেতন বৃদ্ধিতে এতো না বাড়লেও বৃদ্ধির হার হবে না এতো কমও।

বিসিবির পরিচালনা পর্ষদের আগামী সভা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল। ঐদিনই ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রসঙ্গে প্রস্তাব করবে ক্রিকেট অপারেশন্স কমিটি। সাম্প্রতিককালে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের বোর্ডের সাথে খেলোয়াড়দের বেতন-ভাতা সংক্রান্ত দ্বন্দ্বে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেও নড়েচড়ে বসতে হচ্ছে। আর সেক্ষেত্রে পরিকল্পনা মোড়ান হচ্ছে ক্রিকেটের উন্নয়নের স্বার্থ দিয়ে, যার জন্য চিন্তা-ভাবনা চলছে ঘরোয়া ক্রিকেটের ৭৫ শতাংশ ম্যাচে অংশ না নিলে চুক্তি না করার।

আরও পড়ুনঃ জয়ের দেখা পেল মুস্তাফিজদের মুম্বাই ইন্ডিয়ান্স

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চাচার জোরে ক্রিকেট: কষ্ট দেয় নাফিসকে

বিশ্বকাপ নিয়ে আইসিসির সংকেতের অপেক্ষায় বিসিবি

ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

রফিক এই যুগে খেললে সাকিবের মত সুপারস্টার হত : আকরাম

‘আকরাম, তোমাকে দেখে নিবো’