ঘরোয়া ক্রিকেট খেলতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন বিলিংস
আইপিএলের এবারের আসরেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার।

প্রকাশিত হয়েছে - 2022-11-15T01:38:24+06:00
আপডেট হয়েছে - 2022-11-15T01:38:24+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে কোন ক্রিকেটার না চান! অনেকে জাতীয় দলের খেলা ফেলে ভারতে ছুটে আসেন শুধু আইপিএল খেলার উদ্দেশে। অথচ ২ কোটি রুপির মায়া ভুলে ইংলিশ তারকা স্যাম বিলিংস আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন। আইপিএলের এবারের আসরেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার।
আইপিএলের মেগা নিলামে ২ কোটি রুপি দিয়ে স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জার্সি গায়ে ৮টি ম্যাচ খেলে করেছিলেন ১৬৯ রান, গড় ছিল ২৪.১৪ আর স্ট্রাইক রেট ছিল ১২২.৪৬। এমনকি সামলেছেন উইকেটরক্ষকের দায়িত্বও। সেই বিলিং হুট করে সিদ্ধান্ত নিয়েছেন, এবার আর আইপিএলে খেলবেন না। আইপিএলের সময়টায় নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে মন দিতে চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বিলিংস বলেন, 'কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরে না খেলার সিদ্ধান্তটা নিয়েই নিলাম। কেন্টের হয়ে ঘরোয়া ক্রিকেটে বড় ফরম্যাটে আরও বেশি সময় দেওয়ার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'
আরেক টুইটে কলকাতা নাইট রাইডার্সের মন রক্ষা করতে ভুলেননি বিলিংস। তিনি লিখেছেন, 'আমাকে সুযোগ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে অসংখ্য ধন্যবাদ। কলকাতা হয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। নাইটদের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো। আশা করি ভবিষ্যতে আবারও আমাদের দেখা হবে।'
বিলিংস চলে যাওয়ায় কলকাতার সামনে উইকেটরক্ষক ব্যাটারের একটি জায়গা খালি হয়েছিল। সেই জায়গা পূরণ করতে কিনা কে জানে, একদিন আগেই দলটি স্কোয়াডে ভেড়ায় আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে এছাড়া আছেন শেলডন জ্যাকসন। যদিও গুরবাজ বা জ্যাকসন কেউই বিলিংসের মতো এত অভিজ্ঞ নন। তাই নিলামে কলকাতা নতুন কোনো বিদেশি উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভেড়াতে পারে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।