Scores

ঘরোয়া লঙ্গার ভার্শনে মনোযোগ মাশরাফির

বিগত কয়েকদিন ধরে ক্রিকেট অঙ্গনে আলোচনার বিষয়- মাশরাফি বিন মুর্তজার টেস্টে ফেরা! সাম্প্রতিক মৌসুমে মাশরাফি প্রথম শ্রেণির বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন ঘরোয়া ক্রিকেটের ব্যানারে। সেখানে তার পারফরমেন্সও ছিল চমক জাগানোর মতো। অনেক বছর আগে টেস্টকে বিদায় জানানো মাশরাফি তাই টেস্টে ফিরবেন কি না- এ নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন।

বরিশালকে বড় ব্যবধানে হারালো মাশরাফি-রাজ্জাকের খুলনা

মাশরাফির টেস্টে ফেরা নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন সবাই-ই। তবে যে মাশরাফিকে নিয়ে এত আলাপ, তিনি নিজে কী ভাবছেন? সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম নিউজ এজ’র সাথে আলাপকালে মাশরাফি জানান, এখনই টেস্টে ফেরার কোনো ইচ্ছা নেই তার। বরং তার আগে তৃপ্তি মিটিয়ে খেলতে চান ঘরোয়া লঙ্গার ভার্শনে।

Also Read - দুর্জয়ের এইচপি ইউনিট ভাবনা


মাশরাফি বলেন, ‘টেস্টের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাকে আরও কিছু চারদিনের জাতীয় লিগের ম্যাচ খেলতে হবে। এর আগে কিছু বলাটা ঠিক হবে না। আমি নিজেই মনে করি নির্বাচকদের সামনে আমার নিজের সামর্থ্য প্রমাণের এখনও খানিকটা বাকি রয়েছে। এরপর তারা যদি মনে করেন আমি এই ফরম্যাটেও জাতীয় দলকে আরও কয়েকদিন সেবা দিতে পারি, তাহলে তারা হয়ত আমাকে বিবেচনা করবেন।’

দেশসেরা পেসার হওয়া সত্ত্বেও টেস্টে খেলার জন্য তার নিজেকে প্রমাণ করা উচিত বলে মন্তব্য করেন মাশরাফি, ‘আমার মনে হয় আমার নিজেকে প্রমাণ করতে আরও বছরখানেক প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে যেতে হবে।’

এই বয়সেও টেস্টে ফেরার সম্ভাব্যতা জানিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘সবকিছুই সম্ভব। এজন্য আপনার মনের জোর থাকতে হবে। পাশাপাশি কিছুটা ধৈর্যও থাকতে হবে, যেটা আমার আছে।’  

মাশরাফি আরও বলেন, ‘তারপরও আমি আবারও বলব, আমাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে হবে। আর বিশ্বকাপ যেহেতু সামনে, তাই ওটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি নির্বাচকদের যদি আমাকে টেস্টের জন্যও উপযুক্ত মনে হয়, তবে তো ভালোই। তবে ফোকাস অবশ্যই বিশ্বকাপের উপরই বেশি থাকবে।’

আরও পড়ুনঃ বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ বানাতে চায় পাকিস্তান!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিসিএলে দল পেলেন আশরাফুল

এনামুলের হ্যাটট্রিক, শেষ ইনিংসেও রাজিনের ব্যাটে রান

ইনিংস ব্যবধানে হারল ঢাকা মেট্রো

আমাকে বারবার বঞ্চিত করা হয় : তুষার

নাফীসের শতক, বল হাতে উজ্জ্বল সাব্বির