Scores

‘ঘুরে দাঁড়ানো সম্ভব’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলিংয়েই বোঝা যাচ্ছিলো ব্যাটসম্যানদের জন্য পরের সেশনগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। শেষমেশ সেই শঙ্কাটাও সত্যি হলো। প্রথম দিন শেষে ৫৬ রানেই ৪ উইকেট নেই টাইগারদের।

'ঘুরে দাঁড়ানো সম্ভব'

আউট হয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। আগের ইনিংসে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ২২২ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের জন্য ভালো দিন কাটলেও, আরেকটু ভালো কাটতো যদি ক্যাচগুলো না মিস করতো ফিল্ডাররা।

Also Read - ঢাকা টেস্ট : টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের হাসি ম্লান


আপাতত দৃষ্টিতে প্রথম দিনশেষে স্বাগতিক বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কারাই। তবে মমিনুল, মুশফিকের উইকেট যেন হতাশার বড় কারণ বাংলাদেশের জন্য। প্রথমদিনে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও এখান থেকে ম্যাচে ফেরা সম্ভব মনে করেন অভিজ্ঞ স্পিনার রাজ্জাক।

“টেস্ট ম্যাচে এগুলা বলা ঠিক না। প্রত্যেক সেশনেই খেলার চিত্র ভিন্ন থাকে। দেখা যায় এক সেশনে কোন এক দল এগিয়ে থাকে আবার পরের সেশনে অন্য দল। টেস্ট ম্যাচে এগুলো রিকোবার করার জায়গা থাকে। যদি এই মুহূর্তের কথা বলেন, দুই-একটা উইকেট বেশি পড়ে গিয়েছে আমাদের এবং আমি মনে করি, এখান থেকে ফিরে আসা সম্ভব।”

দ্বিতীয় টেস্টের প্রথমদিনে উইকেটের চিত্র দেখে বোঝাই যায় এই ম্যাচের ফলাফল আসবে। তবে সেই ফলাফল কার পক্ষে যাবে সেটি বলা মুশকিল। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত কয়দিন গড়ায় এই ঢাকা টেস্ট। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হয়েছিলো তিন দিনেই। ওই উইকেটের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের উইকেটও একই। রাজ্জাকের মতে, পাঁচ দিনের আগেই টেস্টের ফলাফল হবে।

“যেহেতু চার ইনিংসের এক ইনিংস শেষ হয়ে গিয়েছে ও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলেরও বেশ কয়েকটি উইকেট পড়েছে। এখন যে অবস্থা, আমার মনে হচ্ছে পাঁচ দিনের আগেই ম্যাচ শেষ হতে পারে এবং অবশ্যই এই টেস্টের ফলাফলও হবে।”

আরও পড়ুনঃ ঢাকা টেস্টে ধুকছে বাংলাদেশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

১০০ উইকেটের ক্লাবে ঢুকেই মুস্তাফিজের রেকর্ড

রাজ্জাককে পেছনে ফেলে বিশ্বকাপে মুস্তাফিজের অনন্য রেকর্ড

বিশ্বকাপে থাকছেন রাজ্জাক!

বিশ্বকাপের সেরা ৫ টাইগার বোলার

রাজ্জাককে ছাড়িয়ে শীর্ষে মাশরাফি