
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আর এ টেস্টটি হবে চট্টগ্রামে। অথচ মূল লড়াইয়ের আগে লঙ্কান দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়ে রাখলেন প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের উইকেটে রান বন্যা হবে।

চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং বান্ধব। মিরপুরে যেখানে ব্যাটারদের জন্য রান করতেই কষ্টদায়ক সেখানে চট্টগ্রামে ভিন্ন। এ উইকেটে আবার বোলারদের কষ্ট করে উইকেট আদায় করে নিতে হবে।
শ্রীলঙ্কা সর্বশেষ যেবার বাংলাদেশ সফর করেছিল তখনও চট্টগ্রামে টেস্ট খেলেছিল তাঁরা। ওই টেস্টে রানের বন্যা দেখেছেন করুনারত্নে। মাঠে নামের আগে উইকেট পরিদর্শন করেন লঙ্কান অধিনায়ক। উইকেট পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে মন্তব্য করেন করুনারত্নে।
“সহজ হবে না (উইকেট নেওয়া)। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। তবে আমি মনে করি, আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তাহলে উইকেট পেতে পারেন।”
এ উইকেট ফ্ল্যাট হয়ে থাকে সাধারণত। যেখানে ব্যাটাররা কি না রান পেয়ে থাকেন। ২০১৪ সালে চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। করুনারত্নে বলছেন চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই।
“দেখে মনে হচ্ছে বোলারদের জন্য কিছু নেই। পুরোপুরি ফ্ল্যাট উইকেট। যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। মাথা খাটিয়ে ভিন্ন কিছু চিন্তা করতে হবে।”
উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় দশটায় শুরু হবে ম্যাচটি।
চট্টগ্রামে টেস্ট দলের অনুশীলনে সাইফউদ্দিনhttps://t.co/08V0sZGlYZ
— bdcrictime.com (@BDCricTime) May 14, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।