
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। বুধবার (১৯ জানুয়ারি) রাতে মিরাজকে দলের অধিনায়ক হিসেবে বেছে নেয় বন্দরনগরীর দলটি।

তারুণ্যনির্ভর চট্টগ্রামের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বেশ কয়েকজন। তবে শেষপর্যন্ত দল বেছে নিয়েছে মিরাজকেই। মিরাজের নাম ঘোষণার পর তার মাথায় ক্যাপ পরিয়ে দেন দলটির প্রধান কোচ পল নিক্সন।
নেতৃত্বভার পেয়ে মিরাজ বলেন, ‘এ বছর প্রথম চট্টগ্রামের হয়ে খেলছি। তারা আমাকে যে সম্মান দিয়েছে, চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার। এ বছর খুবই ভালো দল করা হয়েছে। নিউজিল্যান্ডে বসে সবাই দল গঠন দেখছিলাম। তরুণদের নিয়ে দল গড়া হয়েছে, তরুণদের ওপর এই আস্থার চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’
Ready to rise again 🔥
For official merchandise visit 👇🏻https://t.co/UinKLjAA7H pic.twitter.com/PbpD61k0ZD
— Chattogram Challengers (@ctgchallengers) January 19, 2022
শুধু তরুণদের নয়, মিরাজের আস্থা দলের অভিজ্ঞদের ওপরও। তিনি বলেন, ‘এনাম (এনামুল হক জুনিয়র) ভাই আছেন, নাঈম (নাঈম ইসলাম) ভাই আছেন, তারা দেশকে অনেক দিন সার্ভিস দিয়েছেন। তাদের কাছেও সহায়তা চাচ্ছি। আমি প্রথম চট্টগ্রামকে নেতৃত্ব দিব, এর আগে অন্য দলকে নেতৃত্ব দিয়েছি। আপনারা সহায়তা করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, জাকির হাসান এবং বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।