Scores

চট্টগ্রামে এখনো ঝরছে বৃষ্টি

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। যার কারণে ম্যাচ শুরু হচ্ছে না। মাঝের সময়টায় অল্প কতক্ষণের জন্য আরম্ভ হলেও আবারও ম্যাচে বৃষ্টি হানা দেয়। আবহাওয়ার সর্বশেষ অবস্থা অনুযায়ী এখনো থামেনি বৃষ্টি।

চট্টগ্রাম টেস্টের আজই ছিল শেষদিন। আর শেষদিনে ম্যাচ জিততে হলে আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও চার উইকেট। অন্যদিকে এই টেস্ট বাঁচাতে হলে বাংলাদেশকে ব্যাটিং করতে হত পুরো দিন। অথচ সকাল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির হানা। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে।

Also Read - লিটন-সৌম্য টেস্টের খেলোয়াড় নয়: পাপন


সকাল থেকে বৃষ্টি হওয়ায় অপেক্ষায় ছিল কখন বৃষ্টি থামবে। অবশেষে দুপুরের দিকে বৃষ্টি থামলে মাঠে নামে দুইদল। তবে মাত্র ১৩ বল খেলা হয় দুই দলের মধ্যে। ১৩ বল খেলা হলে আবারও বৃষ্টি হানা দেয় ম্যাচে। এখন পর্যন্ত থামেনি বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ‘ড্র’ ঘোষণা করা হবে ম্যাচটি।

এতে অবশ্য লাভই বাংলাদেশের জন্য। গতকাল সংবাদ সম্মেলনে সাকিব অনেকটাই মজা করেই বলেছিলেন এ ম্যাচ জিততে তার দেড়শ এবং সৌম্যর একশ করতে পারলেই জিতবে দল। তবে সেটি না হলেও বৃষ্টিই বাঁচাতে পারবে বলে জানিয়েছিলেন তিনি। সাকিব মুখে বললেও কাজটা করা কঠিনই ছিল সাকিব-সৌম্যর জন্য।

এইদিকে যে ১৩ বল মাঠে গড়িয়েছে তাতে রানের খাতা খুলেছে সৌম্যর। ১১ বলে ২ রান করেছেন সৌম্য এবং ৫৩ বলে ৪৪ রান করে অপরাজিত রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এ ম্যাচ জিততে হলে বাংলাদেশের আরও প্রয়োজন ২৫৫ রান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

রফিককে ভারতে থেকে যেতে বলেছিলেন সৌরভ

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের দাবি প্রসঙ্গে রফিক

সাকিবই বিশ্বের এক নম্বর স্পিনার : রফিক

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক