Scores

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির শঙ্কা!

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দু’ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচটি সোমবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকায় শঙ্কার মুখে পড়েছে দু’দলের মধ্যকার সিরিজের শেষ টেস্টটি।

Steve Smith playing a shot

শনিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত। আবাহাওয়া অধিদপ্তর মারফত জানা গেছে এই বৃষ্টিপাত চলবে পুরো সপ্তাহজুড়েই। সম্ভাবনা রয়েছে ম্যাচটি ভেসে যাওয়ারও। যারফলে, দ্বিতীয় টেস্টের খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিতে শুরু করেছে দর্শকদের মনে।

Also Read - আট বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলবে টাইগাররা


৪ঠা সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টম্বর পর্যন্ত বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজ নির্ধারণী ম্যাচটিকে সামনে রেখে উভয় ক্রিকেট দল ইতোমধ্যেই পৌঁছে গেছে চট্টগ্রামে। বৃষ্টি বাধা সত্বেও ম্যাচটিকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে উভয় দল।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে মিরপুরের হোম অব ক্রিকেটখ্যাত শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিনারদের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের ওয়ার্নারের শতক স্বতেও ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো অজি বধে র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানির পাশাপাশি নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

অন্যদিকে, সিরিজ বাঁচানোর পাশাপাশি নিজেদের শেষ ২৯ বছরের মধ্যে র‍্যাংকিংয়ের সবচেয়ে বাজে অবস্থানে নেমে যাওয়ার হুমকিতে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, সূচি অনুযায়ী জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার শেষ টেস্ট ম্যাচটি সোমবার হতে আগামী শুক্রবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে গড়ানোর কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে জুনে