চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের হালচাল
বুধবার (৩০ জানুয়ারি) শেষ হয়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্বের ম্যাচ শেষে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় এসেছে বড় পরিবর্তন।
চট্টগ্রাম পর্ব শুরুর আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল চিটাগং ভাইকিংস। তবে ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। ফলে অবনমন ঘটেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলের।
চিটাগং পর্বের স্বাগতিক দল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। চিটাগংকে টপকে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থান অর্জন করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Also Read - বিপিএল থেকে সিলেটের বিদায়, টিকে রইলো রাজশাহীএখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে শীর্ষ দল রংপুর রাইডার্স জয় পেয়েছে ৭টি ম্যাচে। রংপুর রাইডার্সের সমান সংখ্যক ম্যাচ খেলেছে চিটাগং ভাইকিংসও, পেয়েছে সমান সংখ্যক জয়ও। এক ম্যাচ কম খেলে ৭ ম্যাচে জয় পেয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
লিগ পর্বের সবগুলো অর্থাৎ ১২টি ম্যাচ খেলে রাজশাহী কিংস জয় পেয়েছে ৬টি ম্যাচে, দলটি আছে তালিকার চতুর্থ স্থানে। ১০টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জেতা ঢাকা ডায়নামাইটস নিঃশ্বাস ফেলছে রাজশাহী কিংসের ঘাড়ে। নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যেতে পারে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের শেষ চারে খেলা।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দুটির অবস্থা অবশ্য বেশ নাজুক। সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স ইতোমধ্যে আসর থেকে বাদ পড়েছে। ১১টি করে ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা সিলেট সিক্সার্স ৪টি ম্যাচে ও খুলনা টাইটান্স ২টি ম্যাচে জয় পেয়েছে।
একনজরে চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল-
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রান রেট |
রংপুর রাইডার্স | ১১ | ৭ | ৪ | ১৪ | ০.৬৯ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১০ | ৭ | ৩ | ১৪ | ০.৪৯৫ |
চিটাগং ভাইকিংস | ১১ | ৭ | ৪ | ১৪ | -০.১৮৭ |
রাজশাহী কিংস | ১২ | ৬ | ৬ | ১২ | -০.৫১৮ |
ঢাকা ডায়নামাইটস | ১০ | ৫ | ৫ | ১০ | ০.৯৫৮ |
সিলেট সিক্সার্স | ১১ | ৪ | ৭ | ৮ | -০.০৬৭ |
খুলনা টাইটান্স | ১১ | ২ | ৯ | ৪ | -১.১৬৫ |