Scores

চতুর্থবার করোনা ‘পজিটিভ’ হারিস রউফ

তিনবার করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর নতুন করে আরও একবার পজিটিভ হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ। ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য হারিস যখন নিজেকে করোনামুক্ত প্রমাণ করতে মরিয়া, তখন নতুন করে তার দেহে করোনার উপস্থিতির জানান দিচ্ছে নমুনা পরীক্ষার প্রতিবেদন।

চতুর্থবার করোনা 'পজিটিভ' হারিস রউফ

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তানের ২৯ সদস্যের দলে ছিলেন হারিস। করোনার বাধা পেরিয়ে নির্দিষ্ট দিনে ২০ জন ক্রিকেটারের বহর ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেয়। দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়ার পর আরও ছয় ক্রিকেটার ইংল্যান্ডে উড়াল দিয়েছেন। কিন্তু রউফ এখনো সুস্থতার মুখই দেখতে পারেননি।

Also Read - '১০০' দিন পর ফিরছেন সাকিবতরুণ এই পেসার তৃতীয়বার পজিটিভ ফল পাওয়ার পর আইসোলেশনে ছিলেন। সম্প্রতি চতুর্থবারের মত তার নমুনা পরীক্ষা করা হয়। লাহোরের সেই পরীক্ষায়ও তার নমুনার ফলাফল আসে পজিটিভ। এরপর বিশেষ একটি গাড়িতে করে তাকে ইসলামাবাদে পাঠানো হয়।

ইসলামাবাদে নিজের বাড়িতেই ১০ দিনের জন্য আইসোলেশন মেনে চলতে হবে তাকে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পিসিবির মেডিকেল টিম হারিসকে স্বাস্থ্যগত দিকনির্দেশনা দিচ্ছে। নতুন করে পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে হারিসের ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে শঙ্কার মেঘ আরও ঘনীভূত হল। আইসোলেশন শেষে তার পরবর্তী পরীক্ষা করানো হবে। ইংল্যান্ড সফররত পাকিস্তান দলে হারিসের বদলি হিসেবে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা হবে কি না এ নিয়ে এখনো কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এখন পর্যন্ত মোট পাঁচবার করোনা পরীক্ষা করিয়েছেন হারিস। একবার অবশ্য পরীক্ষার ফল নেগেটিভও এসেছিল, তবে তার ঠিক পরদিনই ফের ফলাফল পজিটিভ এসেছিল বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মিসবাহ-আজহারদের ‘নাক না গলানো’র পরামর্শ ইমরানের

টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন বাবর

পাকিস্তানে জন্ম বলেই আমি খুব অলস : খাজা

ইংল্যান্ডে বর্ণবাদের আরও তথ্য ফাঁস করলেন রানা

কোভিড-১৯ পরীক্ষায় ক্রিকেটারদের থেকে টাকা নিচ্ছে পিসিবি