চরম নাটকীয়তার পর ‘১’ রানে জিতল হায়দরাবাদ
রোমাঞ্চে ঠাসা ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় হায়দরাবাদের।

চরম নাটকীয়তার পর ‘১’ রানে জিতল হায়দরাবাদ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-03T01:12:22+06:00
আপডেট হয়েছে - 2024-05-03T01:12:22+06:00
Sunrisers Hyderabad vs Rajasthan Royals
Rajiv Gandhi International Stadium, Uppal

Sunrisers Hyderabad
201/3 (20)

Rajasthan Royals
200/7 (20)
Sunrisers Hyderabad won by 1 run.
ম্যান অব দ্য ম্যাচ | Bhuvneshwar Kumar (India) |
আইপিএলের ম্যাচ মানেই যেন নাটকীয়তা, রোমাঞ্চ, উত্তেজনা, উষ্ণতা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সেরকম আরও একটি ম্যাচের দেখা মিলেছে এবার। যে ম্যাচে টেবিল টপার রাজস্থান রয়্যালসের ১ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হায়দরাবাদের ব্যাটাররা ছিলেন ছন্দে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের ব্যাটে এগোতে থাকে দলের ইনিংস। অভিষেক অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। ১০ বলে ১২ রান করে ফিরেছেন দলের ২৪ রানের মাথায়।
তিনে নেমে সুবিধা করতে পারেননি আনমলপ্রীত সিংও। ৫ বলে ৫ রান করেছেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে হায়দরাবাদ। পাওয়ারপ্লে শেষে শুরু হয় আসল খেলা। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন হেড। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দলের বোর্ডে। তার সাথে যোগ দেন নিশিত কুমার রেডি। দুজনের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে ভালোভাবেই এগিয়েছে হায়দরাবাদের ইনিংস। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন হেড। ফিফটির পরে অবশ্য থামতে হয়েছে তাকে। দলের ১৩১ রানের মাথায় আউট হওয়ার আগে ৪৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন হেড।
এরপর ক্রিজে এসে ধুন্ধুমার ব্যাটিং চালিয়েছেন হেনরিখ ক্লাসেন। আরেক দিকে ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন নিতিশ। শেষ দিকে ক্লাসেন-নিতিশের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০০ পার করে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ খেলেন ৪২ বলে ৭৬ রানের ইনিংস। ক্লাসেন খেলেছেন ১৯ বিওলে ৪২ রানের ক্যামিও।
বোলাররাও ছিলেন দায়িত্বশীল।
রাজস্থানের হয়ে ২ উইকেট শিকার করেন আবেশ খান, ১ উইকেট নেন সন্দ্বীপ শর্মা।
জবাব দিতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় রাজস্থান। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান ওপেনার জস বাটলার এবং তিনে নামা অধিনায়ক সাঞ্জু স্যামসন। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর চারে নামা রিয়ান পরাগ এবং টিকে থাকা ওপেনার যশস্বী জাইসওয়ালের ব্যাটে চড়ে এগোতে থাকে রাজস্থান। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন জাইসওয়াল-পরাগ। পাওয়ারপ্লের ৬ ওভারে বাটলার-স্যামসনকে হারিয়ে ৬০ রান তোলে রাজস্থান।
জাইসওয়াল-পরাগের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখছিল রাজস্থান।
পাওয়ারপ্লে শেষেও চলেছে জাইসওয়াল-পরাগের তাণ্ডব। দুজনের মারমুখি ব্যাটিংয়ে রাজস্থান পায় আলোর দিশা। হায়দরাবাদের বোলারদের পিটিয়ে তুলোধুনো করে এগোতে থাকেন দুজন। কার্যকরী ব্যাটিংয়ে দুজনই তুলেছেন ফিফটি। দলের ১৩৫ রানের মাথায় ভেঙেছে দুজনের অসাধারণ জুটিটা। ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন জাইসওয়াল।
পরাগ আরও কিছুক্ষণ টিকে ছিলেন। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে আসার সুযোগ ছিল তার সামনে। তবে সেটা কাজে লাগাতে পারেননি পরাগ। দলের ১৫৯ রানের মাথায় ৪৯ বলে ৭৭ রান করে বিদায় নেন তিনি।
শেষমেশ এক রানে জিতেছে হায়দরাবাদ।
পরাগের আউটের পর জমে উঠতে শুরু করে ম্যাচ। মাঝে ৯ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান শিমরন হেটমায়ার। শেষ দিকে ক্রিজে টিকে ছিলেন রভম্যান পাওয়েল। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ১৩ রান। প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিনের সিঙ্গেলের পর পাওয়েলের ৪ এবং ৩টি ডাবলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। ম্যাচের শেষ বলটা ফুলটস পেয়েও মারতে পারেননি পাওয়েল, বরং হয়েছেন আউট। ম্যাচটা ১ রানে জিতে নেয় হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২টি করে উইকেট তোলেন প্যাট কামিন্স এবং টি নাটারাজন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।