Scores

চলে এলেন ‘ক্রিকেটের নেইমার’!

ব্রাজিল ও পিএসজির ফুটবল তারকা নেইমারকে চেনেন না, এমন ক্রীড়াপ্রেমি পাওয়া দুষ্কর। খেলা ও ফ্যাশনের পাশাপাশি আরেকটি কারণে আলোচনায় থাকেন এই ফুটবলার। সেটি হল ইনজুরির অভিনয়!

চলে-এলেন-ক্রিকেটের-নেইমার

সমাপ্তির অপেক্ষায় থাকা বিশ্বকাপে অন্যতম আলোচিত বিষয় ছিল ইনজুরির ভান করে নেইমারের পড়ে থাকা কিংবা অল্প ইনজুরিতেই মাত্রা ছাড়ানো ব্যথার অভিনয় করা। তা না হয় বোঝা গেল… কিন্তু নেইমার ক্রিকেটে এলেন কীভাবে!

Also Read - রোনালদো, ফেদেরারের সাথে দেখা করতে মরিয়া তামিম


উত্তর হচ্ছে- নেইমার আসেননি। তবে নেইমারের ভূমিকায়ই আবির্ভূত হয়েছেন ভারতীয় ক্রিকেটার যুযবেন্দ্র চাহাল। স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ইনিংসের ২৮তম ওভারে বেন স্টোকসকে রান আউটের জন্য নন স্ট্রাইকিং প্রান্তে থাকা বোলার চাহালের দিকে বল থ্রো করেন ফিল্ডার হার্দিক পান্ডিয়া। মনোযোগের অভাবে চাহাল বল ধরতে পারেননি, সেটি গিয়ে আলতো করে আঘাত করে তার হাঁটুতে। এতেই পড়ে গিয়ে ভীষণ ব্যথা পাওয়ার মত কাতরাতে থাকেন চাহাল। পরে অবশ্য উঠে দাঁড়ান, হাসিমুখে বোঝান- নিজের ঠাট্টা নিজেও বুঝতে পেরেছেন তিনি!

তবে চাহালের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। কেউ কেউ তাকে নেইমারের সাথে তুলনা করা শুরু করেন। অনেকে তো বলেই বসেন- চাহাল হচ্ছেন ক্রিকেটের নেইমার!

তবে এই আলোচনা নিয়ে সবচেয়ে বড় রসিকতা সৃষ্টি করেছেন অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। চাহালের এই কাতরানো নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন তিনি!

চাহালের মাটিতে শুয়ে কাতরানোর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ম্যাক্সওয়েল লিখেন ‘নেইমার।’ তাতে কারও বোঝার বাকি থাকে না, ভারতীয় ক্রিকেটারের ছবি দিয়ে অস্ট্রেলীয় এই ক্রিকেটার ব্রাজিলের নেইমারের দিকেই ইঙ্গিত করেছেন! তার এই পোস্টে এসেছে বেশ কয়েকটি প্রতিক্রিয়া। বলতে গেলে টুইটারে ক্রিকেট অঙ্গনের বেশ বড় একটি অংশই কিছুক্ষণ ব্যস্ত ছিল যুযবেন্দ্র চাহালের সাথে নেইমারের সাদৃশ্য খুঁজতে!

আরও পড়ুন: স্পিনেই ঘায়েল দক্ষিণ আফ্রিকা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্যারিয়ারের দুঃসময়ে মানসিক অবসাদে ভুগেছিলেন পেইন

অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

‘শীর্ষ অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না’

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই