Scores

‘চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইরা’

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে লড়ছে বাংলাদেশ। বড় ভাইরা না পারলেও ছোটদের শুভ কামনা জানাতে ভুলেননি মাশরাফি মুর্তজা ও মুশফিকুর রহিম। মাশরাফি তো চাপ না নিতেই বলেছেন ছোট ভাইদের।

আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে এই প্রথম ফাইনালে উঠল বাংলাদেশ। সেটিও এনে দিয়েছে যুবারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাকিব-তামিমরা। ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ সেই ভারত। বড়দের ক্রিকেট হতে ছোটদের এশিয়া কাপেও ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।

Also Read - যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ


তবে ফাইনালে প্রতিপক্ষ ভারত মানেই অন্যরকম চাপ বাংলাদেশের জন্য। হোক সেটি বড় কিংবা ছোটদের দল। আর প্রথমবার ফাইনালে উঠাতে যুবাদের থেকে প্রত্যাশাও অনেক বেড়েছে সমর্থকদের। দর্শকদের প্রত্যাশা বাড়াতে চাপও বেড়েছে যুবাদের উপর। তবে ফাইনালে অযথাই ছোটদের উপর চাপ দেওয়ার পক্ষে নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছোটদের চাপ না নিতে বারণ করেছেন তিনি।

“প্রত্যাশা থাকেই, থাকবেই। ১৯ বছরে এগুলো ভাবার সময় কোথায়, চাপ নয় ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা। একজন গর্বিত বাংলাদেশি।”

এদিকে যুবাদের শুভ কামনা জানিয়েছেন মুশফিকও। নিজের ফেসবুক পেইজে যুবাদের ফাইনালের জন্য শুভকামনা জানান তিনি। ফেসবুকে লিখেন,

“পুরো দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। দেশকে গর্বিত করার আরও একটি বড় সুযোগ। শুভ কামনা যুবারা।”

ফাইনাল ম্যাচে ইতোমধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শরিফুল ও সাকিবের অগ্নিঝরা বোলিংয়ে বেশ চাপেই রেখেছে ভারতের দুই ব্যাটসম্যানকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড ঘোষণা

করোনায় যুবাদের ছন্দভঙ্গ, মৃত্যুঞ্জয়ের চোট-পুনর্বাসন বাড়িতেই

বিশ্বকাপজয়ী যুবাদের জন্য বিসিবির ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

বিশ্বকাপজয়ী যুবাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত

আকবর-ইমনদের লাখ টাকা পুরষ্কার বিকেএসপির