Scores

চারদিনের অভিষেক টেস্টের জিম্বাবুয়ে দল ঘোষণা

চলতি বছর বক্সিং ডে টেস্ট আরও দুটি কারণে থাকছে একটু বিশেষ হয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিবা-রাত্রি উভয় ভাগেই, আর এই ম্যাচের ব্যাপ্তি হবে চারদিন!

চারদিনের অভিষেক টেস্টের জিম্বাবুয়ে দল ঘোষণাপোর্ট এলিজাবেথে অনুষ্ঠিতব্য এই টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। সম্প্রতি এই ম্যাচের জন্য ১৫ সদস্যের জিম্বাবুয়ে দল ঘোষণা করা হয়েছে।

Also Read - বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেও ভারতের নাম

দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ গ্রায়েম ক্রেমারকে। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্যাটসম্যান রায়াল বার্ল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা শেন উইলিয়ামস, ম্যালকম ওয়েলার এবং মাইকেল চিনোওয়াও বাদ পড়েছেন দল থেকে।

চলতি বছর আইসিসির বার্ষিক বোর্ড সভায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুমোদন পায় চারদিনের টেস্ট। অবশেষে আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত ম্যাচটি এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। যদিও প্রথমে এর প্রচলন হচ্ছে পরীক্ষামূলকভাবে।

এর আগেই চারদিনের টেস্ট আয়োজনের সুপারিশ করার পর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে চারদিনের টেস্ট খেলার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিএসএ-র আমন্ত্রণে সাড়াও দেয় জিম্বাবুয়ে ক্রিকেট। আইসিসির অনুমোদন পেয়ে যাওয়ায় দূর হয় চারদিনের ম্যাচ আয়োজনে বাধা এবং শঙ্কা। এদিকে চারদিনের টেস্টে অংশ নিতে যাচ্ছে টেস্ট পরিবারের নব্য সদস্য আয়ারল্যান্ডও। দলটির এখনও টেস্ট অভিষেক না ঘটলেও অচিরেই উইলিয়াম পোটারফিল্ডদের দেখা যেতে পারে প্রথম শ্রেণির ক্রিকেটের মতো চারদিনের টেস্ট ম্যাচ খেলতে। আইসিসির যে বার্ষিক সভায় চারদিনের টেস্ট অনুমোদন করা হয়েছে, সেই সভায়ই টেস্ট স্ট্যাটাস লাভ করে আয়ারল্যান্ড। তাদের সাথে মর্যাদার এই সদস্যপদ পায় আফগানিস্তানও।

একনজরে জিম্বাবুয়ের ঘোষিত ১৫ সদস্যের দল-

গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, চামুনারভা চিবাবা, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চিসোরো, পিটার মুর, সলোমন মায়ার, কাইল জার্ভিস, ক্রিস এমপোফু।

আরও পড়ুনঃ পরিসংখ্যানে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স


Related Articles

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

চারদিনের টেস্ট নিয়ে শাস্ত্রীর অদ্ভুতুড়ে প্রস্তাব

চারদিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে