Scores

বাধ্যতামূলক হচ্ছে চারদিনের টেস্ট

ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাট টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণও ধরা হয়। তবে আধুনিক ক্রিকেটে টেস্ট ফরম্যাট নিয়েও নানান পরীক্ষানিরীক্ষা চলছে। সেই পরীক্ষানিরীক্ষার ফলাফল হিসেবে বড় ধরনের একটি পরিবর্তন আসতে পারে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে।

বাংলাদেশ টেস্ট

আর তা হল- টেস্ট ম্যাচের পরিসর ৫ দিন থেকে কমে নেমে আসতে পারে ৪ দিনে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে। ২০২৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ৪ দিনের করার পরিকল্পনা আইসিসি।

Also Read - ফ্লেচারই বলছেন- সিলেট দল হিসেবে খেলছে না!সেক্ষেত্রে ৪ দিনের টেস্ট এখন শৌখিনতার বশে আয়োজন করা হলেও তখন হয়ে উঠবে বাধ্যতামূলক।

আইসিসির এমন ভাবনার উদ্রেক হয়েছে মূলত সময় বাঁচানোর জন্য। ২০২৩ সাল থেকে প্রতি বছর থাকবে একটি করে বৈশ্বিক টুর্নামেন্ট। দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজের ফাঁক গলে বৈশ্বিক আসরের সময় বের করা বেশ কঠিন।

এছাড়া ৪ দিনে টেস্ট আয়োজন করলে বেঁচে যাওয়া সময়ে বাড়তি টেস্টও খেলা যাবে। তা না হলে অন্তত ক্রিকেটীয় ধকল থেকে কিছুটা রেহাই পাবেন ক্রিকেটাররা।
এসব বিষয় চিন্তা করেই আইসিসি টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমানোর পরিকল্পনা করেছে।

২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ দিনের ম্যাচগুলো ৪ দিনের হলে ৩৬৫ দিন বাড়তি সময় পাওয়া যেত। আরেকটি বিষয় আইসিসির এমন ভাবনার উদ্রেকের কারণ। তা হল- সাম্প্রতিক বছরগুলোতে ফল বের হওয়া টেস্টগুলোর বেশিরভাগই চতুর্থ দিনের মধ্যে শেষ হয়েছে।

ইতোমধ্যে ৪ দিনের দুটি টেস্ট মাঠে গড়িয়েছে। সবার প্রথমে ৪ দিনের টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এ বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডও খেলেছে ৪ দিনের টেস্ট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস