Scores

চারদিনের ম্যাচে আশরাফুলের সাথে খেলবেন কায়েস-সৌম্যরা

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের অংশগ্রহণে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে চারদিনের একটি ম্যাচ। যেখানে মোহাম্মদ আশরাফুল ছাড়াও খেলবেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদসহ আরও একাধিক জাতীয় দলের ক্রিকেটাররা।

চারদিনের ম্যাচে আশরাফুলের সাথে খেলবেন কায়েস-সৌম্যরা

নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ম্যাচটিতে লড়বেন এসকল ক্রিকেটাররা। এরই মধ্যে লাল দল ও সবুজ দল নামে চারদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

১৩জন করে মোট ২৬জন ক্রিকেটারকে দু’দলে বিভক্ত করে ঘোষণা করা হয়েছে দল দু’টির স্কোয়াড। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল রয়েছেন লাল দলের স্কোয়াডে। তার সাথে দলটিতে আরও রয়েছেন সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদরা।

Also Read - মাঠে নামার ঘটনা ব্যাখ্যা তামিমের

পক্ষান্তরে সবুজ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের এশিয়া কাপের দলের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বীরা। তাছাড়া দলে রয়েছেন জুবায়ের হোসেন লিখন, জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বীর মতো সম্ভাবনাময়ী ক্রিকেটাররা

বুধবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিকে সামনে রেখে মঙ্গলবার থেকে খুলনায় অনুশীলন শুরু করবে দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ম্যাচটি খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

খুলনার চারদিনের ম্যাচের জন্য দু’দলের স্কোয়াড-

লাল দল: মোহাম্মাদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, মোঃ আল আমিন (জুনিয়র), মোঃ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, তানভীর হায়দার খান, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।

সবুজ দল: ইমরুল কায়েস, মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, মোঃ সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বী, মাহিদুল ইসলাম অঙ্কন, মোঃ এবাদত হোসেন চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও ইফতেখার সাজ্জাদ।


আরও পড়ুনঃ মাঠে নামার ঘটনা ব্যাখ্যা তামিমের

Related Articles

অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে ইমরুল

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের সেরা ৩ ওয়ানডে ইনিংস

কুমিল্লার শক্তি একঝাঁক অলরাউন্ডার

নিজেদেরকেই এগিয়ে রাখছেন ইমরুল

ফাইনালেও শামসুর ভালো করবেন, বিশ্বাস অধিনায়কের