চার ক্রিকেটারকে আইপিএল ছাড়ার নির্দেশ
আইপিএলের জৌলুস আর জনপ্রিয়তার কারণে এটি চলাকালে বেশিরভাগ দলই আন্তর্জাতিক ক্রিকেটের সূচি রাখতে চায় না। তবুও ঠাসা সূচির কারণে অনেক সময় সেটি সম্ভবপর হয়ে ওঠে না। এবার যেমন হয়নি ইংল্যান্ডের।
আইপিএল চলাকালেই ইংল্যান্ড দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২৪ মে লর্ডসে প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ঐ সিরিজকে সামনে রেখে আগামী ১৭ মে’র মধ্যে চার ইংলিশ ক্রিকেটারকে আইপিএল ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
Also Read - সাকিব-তামিমদের নিয়ে চূড়ান্ত হল বিশ্ব একাদশএতে আইপিএলের শেষদিকের ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই থাকতে পারছেন না ঐ চার ক্রিকেটার। এরা হলেন- ক্রিস ওকস, বেন স্টোকস, মঈন আলি এবং মার্ক উড।
চারজনের মধ্যে স্টোকস ছাড়া বাকি কেউই অবশ্য এবারের আইপিএলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে অবশ্য আহামরি ভালো নয় স্টোকসের পারফরমেন্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামলেও এরপর আর সুযোগ পাননি ওকস। সতীর্থ মঈন আলী একই দলের সাথে থাকলেও এখনও খেলেননি একটি ম্যাচও। মার্ক উডও খেলেছেন মাত্র একটি ম্যাচ, চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে।
উল্লেখ্য, চলমান এগারতম আইপিএলের আসরে বর্তমানে (এই প্রতিবেদন লেখার সময়) শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এর পরের অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবিলের তলানির দিকে।
আরও পড়ুনঃ শুরু হচ্ছে বিসিবি একাডেমি কাপ ক্রিকেট
[নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে একাডেমি কাপ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুযোগ না পাওয়া তরুণ ক্রিকেটারদের বের করে আনার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানিয়েছেন বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের প্রধান খালেদ মাহমুদ… বিস্তারিত]