Scores

চার বছরে স্মিথের আয় আকাশচুম্বী

লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখন পুরোদস্তুর ব্যাটসম্যান বনে গেছেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে অন্তত ৫০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক এই অজি তারকা। তেমনি তার আয়ের হারও বেড়েছে তরতর করে!

এই ডানহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ম্যাট্রেস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কোয়ালা’র শেয়ার কিনেছিলেন। ২০১৫ সালের জুলাই মাসে এই প্রতিষ্ঠানের মোট অংশের ১০ শতাংশ কিনেছিলেন স্মিথ, ১ লাখ ডলারে। তখন প্রতিষ্ঠানটিও ছিল অখ্যাত। শেয়ার কেনার পাশাপাশি কোয়ালার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছিলেন তিনি। ফলে দ্রুতই বিশ্বে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

Also Read - ভারতের সংক্ষিপ্ত তালিকায় ছয় কোচ


ক্রিকেট মাঠের মতো ব্যবসার মাঠেও বাজিমাত করেছেন স্মিথ। গত চার বছরে প্রায় ২ লাখ গ্রাহক পেয়েছে কোয়ালা। এই সময়কালে কোয়ালার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন ডলারে। যেখানে স্মিথের ভাগ ১২.১৮ ডলার বা ১২১ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ১০২২ কোটি টাকারও বেশী।। অর্থাৎ ১ লাখ ডলার বিনিয়োগ করে প্রায় ১২০ গুণ লাভ করেছেন এই অজি তারকা।

কোয়ালায় স্মিথের মোট সম্পদের মূল্য ৩১ মিলিয়ন ডলার। গত এক বছরে তার আয় এসেছে ৫ মিলিয়ন ডলার। অথচ,২০১৮ সালের মার্চ মাসে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির জন্য গত দেড় বছর ধরে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।

নিষিদ্ধ হওয়ার কারণে এক বছরেরও অধিক সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন স্মিথ। বিশ্বকাপের মতো বড় মঞ্চ দিয়ে আবার হলুদ জার্সিতে ফিরেছেন তিনি। সাদা পোশাকেও ফিরেছেন অ্যাশেজের মতো মর্যাদার সিরিজ দিয়ে। যেখানে তার প্রত্যবর্তনটা হয়েছে রাজকীয়! এজবাস্টন টেস্টের প্রথম দুই ইনিংসেই করেছেন শতক।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার

অবসর নিয়ে ভাবছেন ওয়ার্নার