Scores

চার ম্যাচের জন্য নিষিদ্ধ সরফরাজ আহমেদ

বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

সরফরাজ আহমেদ

২২ জানুয়ারি পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপর ভ্যান ডার ডুসেন ও তাদের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় আন্দিলে ফিউলেঙ্কো মিলে ১২৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। এই জুটির ব্যাটিং যখন পাকিস্তানের থেকে ম্যাচ দূরে নিয়ে যাচ্ছিল তখন উইকেটের পিছনে থাকা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে কুরুচিপূর্ণ ও বর্ণবিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়। সরফরাজ উর্দুকে আন্দিলে ফিউলেঙ্কোকে উদ্দেশ্য করে বলেন,  “ওহে কালো ব্যক্তি, তোর মা আজ কোথায় বসে আছে! কি দুয়া পড়িয়ে এসেছিস আজকে তুই।” 

Also Read - 'আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে'


যা নিয়ে উঠে সমালোচনার ঝড়। এরপর নিজের টুইটার প্রোফাইল থেকে তিনটি টুইট করে ক্ষমা চান সরফরাজ। পরে আন্দিলে ফিউলেঙ্কোর সাথে দেখা করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।পাশাপাশি আশা প্রকাশ করেন, দক্ষিণ আফ্রিকার মানুষ তাঁর ক্ষমা গ্রহণ করবে।

দৃষ্টিকটু এই কান্ডের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস পরবর্তি এক সংবাদ সম্মেলনে সরফরাজকে ক্ষমা করে দেন। তবে তিনি সাজার বিষয়টি আইসিসির উপরই ছেড়ে দিয়েছিলেন। ফাফ ডু প্লেসিস বলেছিলেন,  ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে দুঃখ প্রকাশ করেছে। সে ক্ষমা চেয়েছে এবং দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এটা এখন আর আমাদের বিষয় নয়, আইসিসি এই বিষয় সামলাবে।’

বর্ণবাদ বিরোধী কোড ভাঙ্গার জন্য অবশেষে ৫ দিন পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে সাজা দিলো আইসিসি। পাকিস্তানের হয়ে চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই ক্রিকেটার।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাঠে নেমেছে পাকিস্তান। ইতোমধ্যে এই ম্যাচের একাদশে নেই পাকিস্তান নিয়মিত অধিনায়ক সরফরাজ । আজকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। এই ম্যাচটি ছাড়াও ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টি-টোয়েন্টিতেও মাঠে নামতে পারবেন না সরফরাজ আহমেদ।

[আরও পড়ুনঃ ‘আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে’]

Related Articles

ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

ফাইনালের একাদশ ঘোষণা করল ভারত

বিনাশ্রমেই সিংহাসন পুনরুদ্ধার করলেন স্মিথ

টিভিপর্দায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ