Scores

চিটাগং ভাইকিংসের মালিকানা নিচ্ছেন না আকরাম খান ও আ জ ম নাছির

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনা থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। মূলত চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যস্ততার কারণে সরে দাঁড়িয়েছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের ম্যানেজার আকরাম খান

আসন্ন বিপিএলে থাকছে না গত কয়েক আসরের চিটাগং ভাইকিংসের ডিবিএল গ্রুপ। মূলত আর্থিকভাবে ক্ষতির মুখ দেখায় বিপিএলের আসন্ন আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ডিবিএল গ্রুপ। গত আসরেও বিপিএলে আসা নিয়ে অনেক জল ঘোলা করেছিল ডিবিএল গ্রুপ। তবে এবার থাকছে না সেটা আগেই জানিয়ে দিয়েছে তারা।

Also Read - শান্ত-আফিফে প্রথম দিন বাংলাদেশের


তারা না থাকায় চিটাগং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য দরপত্র দিয়েছিল বিসিবি। শোনা যাচ্ছিল চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আকরান খান নিতে পারেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। শুরুতে আগ্রহ প্রকাশ করলেও সেখান থেকে সরে এসেছেন আকরাম খান। জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।

“আমার পক্ষে তো আর কোটি কোটি টাকা খরচ করে দল গড়া সম্ভব না। তবে আমি চেয়েছিলাম নাছির ভাইকে (আ জ ম নাসির) প্রধান পৃষ্ঠপোষক ও চিফ ডোনার করে দল গড়তে। কিন্তু তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারবেন না। তাই আমি বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজি হবার ইচ্ছে থেকে সরে এসেছি।”

 

এইদিকে আকরাম খান ও আ জ ম নাছির উদ্দীন ছাড়াও আরও বেশ কয়েকটি দরপত্র জমা পড়েছে বিসিবিতে। চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে মিনহাজুল আবেদিন নান্নুর পছন্দের কর্পোরেট হাউজ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আকরাম খান

হাসপাতালে ভর্তি আকরাম খান

করোনায় আক্রান্ত আকরাম খান

যা লেখা ছিল সাকিবের সেই চিঠিতে

সাকিবকে আইপিএলের এনওসি দেওয়ার বিষয়ে নতুন করে ভাবছে বিসিবি