বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি/২০ টুর্নামেন্টে দলীয় ভাবে ভাল করার ব্যাপারে আশাবাদী, চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। তামিম বলেন, ” এই বছরের দেশি-বিদেশী মিলিয়ে আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে। গত বছরও আমাদের ভালো একটি দল ছিল। কিন্তু এই বছর আমাদের আরও ভালো দল হয়েছে গেল আসরের তুলনায়”।“আমাদের এখন মাঠে ভালো খেলতে হবে। দলের সবাই যদি ভালো খেলে, তাহলে অবশ্যই আমরা এবার ভালো কিছু করতে সমর্থ হবো। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, দলীয় উদ্দীপনার, পাশাপাশি একটি ভালো দলীয় বোঝাপড়া তৈরি করা ,” বলেন জাতীয় দলের মারমুখী এই ওপেনার।তিনি আরও বলেন, “আমি মনে করি সকল দলই ১৭০/১৮০ রান করে করতে সমর্থ হবে। কারন টুর্নামেন্টের উইকেট গত টেস্ট সিরিজের মতো এতটা স্লো ও লো হবে না। দর্শকরা অবশ্যই মাঠে চার-ছক্কা দেখার জন্যই আসবেন।” আগামী মঙ্গলবার আসরের প্রথম খেলায় তার দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গত আসরের পয়েন্ট তালিকার নীচে শেষ করা চিটাগং ভাইকিংস ক্রিস গেইল, শোয়েব মালিক, মোহাম্মদ নবীদের মতো বিদেশীদের এবার প্লেয়ার ড্রাফ্টে দলে ভিড়িয়ে তাবু শক্তিশালী করেছে। এছাড়া দেশীদের মধ্যে তাসকিন, আনামুল, রাজ্জাক, জহুরুলদের মতন পরীক্ষিতদের পাশাপাশি অধিনায়ক তামিম ইকবাল নিজে তো রয়েছেনই। উল্লেখ্য, গেল বার প্রতিযোগীটায় দলীয় সর্বাধিক রান স্কোরার ছিলেন বাঁহাতি এই ওপেনার।