Scores

চিড় ধরা পড়ল মরগানের আঙুলে

বিশ্বকাপের মূল ম্যাচ এখনো শুরু হয়নি। প্রস্তুতি ম্যাচের আগেই দুঃসংবাদ শুনতে হলো ইংল্যান্ড ক্রিকেট দলকে। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তবে আশা করা যাচ্ছে মূল লড়াই শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন মরগান।

ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইনজুরির মিছিল শুরু হয়েছে। ভারতের বিশয় শঙ্কর, শ্রীলঙ্কার অভিষেক ফার্নাদো, আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ সহ চোটে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক মরগানও। বিশ্বকাপের জন্য অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মরগান।

Also Read - ইনজুরিতে বিজয় শঙ্কর


চোট পাওয়াতে এক্স-রের জন্য সঙ্গে সঙ্গেই নেওয়া হয় হাসপাতালে। মূল রিপোর্ট এখনো হাতে না পাওয়া গেলেও আশা করা হচ্ছে বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই ফিট হয়ে উঠবেন। তবে জানা যায় বাম হাতের আঙুলে চির ধরা পড়েছে মরগানের। আঙুলের চোটের কারণে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে পারবেন না মরগান।

তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড দল। স্বাগতিক হওয়াতে ফেবারিট হয়েই টুর্নামেন্ট শুরু করবে মরগানরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!