চুল নিয়ে ধারাভাষ্যকারের কটূক্তি, রেগে আগুন স্টেইন
খেলোয়াড়রা চুল নিয়ে একটু পরীক্ষানিরীক্ষা চালানই। প্রায় পুরো ক্যারিয়ার ছোট চুল রাখা ডেল স্টেইন এখন যেমন লম্বা চুলের অধিকারী। তার সেই ঝাঁকড়া চুল নিয়ে কটূক্তি করেছিলেন কিউই ধারাভাষ্যকার সাইমন ডউল। তাতে রেগে আগুন প্রোটিয়া পেসার।
স্টেইন এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে বল হাতে তার সময় অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে স্টেইন যখন ড্রেসিংরুমে বসে আছেন, তখন টিভি ক্যামেরায় ধরা হয় তাকে। স্টেইনকে দেখে ডউল বলে ওঠেন, ‘চুল নিয়ে মাঝবয়েসী সমস্যা।’ ডউলের সাথে থাকা ধারাভাষ্যকার এ সময় বলেন, ‘এটা লকডাউনের চুল।’
Also Read - পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউসম্যাচ শেষে বিষয়টি কানে আসে স্টেইনের। এক টুইট বার্তায় তিনি জানতে চান, কে সেই ধারাভাষ্যকার। সমর্থকরা হুবুহু টিভি সম্প্রচারের অংশ তুলে দিলে ফুঁসে ওঠেন স্টেইন।
Question
Which commentator said I have a mid life crisis?— Dale Steyn (@DaleSteyn62) February 27, 2021
নিজের রাগ ঝাড়তে পৃথক দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে বলেন, ‘তোমার কাজ খেলা নিয়ে কথা বলা, তা-ই করো। যখন তোমাকে ধারাভাষ্য দিতে বলা হয়েছে সেই সময়টা যদি তুমি কারো জীবনশৈলী বা চুলের ফ্যাশন নিয়ে আলোচনা করো তাহলে তোমাকে গোণার সময় আমার নেই। এমন করতে সাবধান থেকো।’
If your job is to talk about the game, then do that.
But if you use that airtime to abuse anyone for their weight, sexual choices, ethnic backgrounds, lifestyle etc or even hairstyles, then im afraid I have no time for you as a human.
You and anyone else like that to be fair.— Dale Steyn (@DaleSteyn62) February 27, 2021
তাতেও ঝাল মেটেনি স্টেইনের। আরেকটি টুইট করেন তিনি। সেখানে অবশ্য বোঝাতে চেয়েছেন, যে বিষয় নিয়ে এত উত্তেজিত হয়েছেন তা তাকে ছুঁয়েই যায়নি!
That’s all I have to say.
It was a great time last night, fantastic to play in front of crowds again, cricket is so much better that way.
We lost but hopefull to pull it together in our remaining games.
Thanx for the support
Have a great weekend everyone— Dale Steyn (@DaleSteyn62) February 27, 2021