Scores

চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া বিশ্বকাপের ১৬ দল

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ২০২০ সালে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিবে সর্বমোট ১৬টি দল। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে কারা কারা পেয়েছে বিশ্বকাপ খেলার ছাড়পত্র।

চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া বিশ্বকাপের ১৬ দল

গতবারের মত এবারও ১৬ দলের বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। যেখানে র‍্যাংকিংয়ের সেরা ১০ দলের সাথে বাছাইপর্ব খেলে আসতে হয়েছে ৬ দলকে। সংযুক্ত আরব আমিরাতে চলমান বাছাইপর্বে ১৪ দলের লড়াই থেকে অস্ট্রেলিয়ার টিকেট পেয়েছে পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

Also Read - ইডেন টেস্ট: হেলিকপ্টার থেকে নামবে ট্রফি, সোনার কয়েনে টস!


তবে বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী এই ৬ দলকে আগে খেলতে হবে প্রথম রাউন্ড। যেখানে তাদের সাথে যোগ দিবে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ৯ (বাংলাদেশ) ও ১০ (শ্রীলঙ্কা) নম্বরে থাকা দুই দল। শুরুতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ৮ দল। এরপর সেই দুই গ্রুপের শীর্ষ দুই দল এবং র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দলকে নিয়ে ২৪ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের খেলা।

যেখানে গ্রুপ ‘এ’ তে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘বি’ তে থাকছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তন।


টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ১৬ দল:

র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দল: পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

বাছাইপর্ব খেলে আসা ৬ দল: পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার

বিশ্বকাপ-আইপিএল দুই-ই সম্ভব, বলছেন গাভাস্কার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাঙ্গাকারার পরামর্শ

বিশ্বকাপ নিয়ে আইসিসির সংকেতের অপেক্ষায় বিসিবি