Scores

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজটি মাঠে গড়াবে আগামী বছরের মার্চ মাসে। সিরিজের ছয়টি ম্যাচ আয়োজিত হবে ছয়টি ভেন্যুতে।

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

আগামী মৌসুমের জন্য বড় পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

Also Read - ভিডিও: মুম্বাই বনাম ব্যাঙ্গালোর, সুপার ওভার


ডিসেম্বর ও জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে কিউইরা। ফেব্রুয়ারিতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মার্চ মাসে বাংলাদেশ দলকে আতিথেয়তা দিবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি হবে ২০২১ সালের ১৩ মার্চ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফরটি। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ১৭ মার্চ ও ২০ মার্চ। ম্যাচগুলো হবে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। ম্যাচটি হবে নেপিয়ারে। পরের দুইটি ম্যাচ হবে অকল্যান্ড ও হ্যামিল্টনে যথাক্রমে ২৬ মার্চ ও ২৮ মার্চ।

একনজরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি-

তারিখম্যাচভেন্যুসময় (নিউজিল্যান্ডের স্থানীয়)
১৩ মার্চ, ২০২১১ম ওয়ানডেডানেডিনসকাল ১১টা
১৭ মার্চ, ২০২১২য় ওয়ানডেক্রাইস্টচার্চদুপুর ২টা
২০ মার্চ, ২০২১৩য় ওয়ানডেওয়েলিংটনসকাল ১১টা
২৩ মার্চ, ২০২১১ম টি-টোয়েন্টি নেপিয়ারসন্ধ্যা ৭টা
২৬ মার্চ, ২০২১২য় টি-টোয়েন্টিঅকল্যান্ডসন্ধ্যা ৭টা
২৮ মার্চ, ২০২১৩য় টি-টোয়েন্টিহ্যামিল্টনদুপুর ২টা

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন ফাওয়াদ

ডি ভিলিয়ার্সের মিউজিক ভিডিওতে গাইলেন কোহলি-স্টেইনরা

কোন টুর্নামেন্টে কত ছক্কা হাঁকিয়েছেন গেইল?

দুঃসময়ে হারুন লরগাতকে ফেরাল প্রোটিয়ারা

শাহীন-ওয়াহাবের বোলিংয়ে ম্লান টেলরের শতক