Scores

চূড়ান্ত হয়েছে টাইগারদের বোলিং কোচ

বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশ চলে যাওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ফাঁকা। ওয়ালশের সাথে বিদায় নিয়েছেন সুনীল জোশিও। তাই ফাঁকা স্পিন বোলিং কোচের পদটাও।

চূড়ান্ত হয়েছে টাইগারদের বোলিং কোচ
ওয়ালশদের বিদায়ের পর বোলিং কোচের পদ ফাঁকা থাকছে না বেশিদিন। ফাইল ছবি

তবে বোলিং কোচ হিসেবে ভবিষ্যতে কারা কাজ করবেন তা ইতোমধ্যে চূড়ান্ত করেছে দেশের ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটিই জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

Also Read - বাংলাদেশের মাটিতে বিশ্ব একাদশের ম্যাচের তারিখ নির্ধারণ


যদিও বোলিং কোচ হিসেবে কারা আসছেন তা এখনই প্রকাশ করতে চাননি পাপন। আগামী ২৭ তারিখ বসবে ক্রিকেট বোর্ডের সভা। সেই সভার পর আনুষ্ঠানিকভাবে জানান হবে বোলিং কোচের নাম- জানালেন পাপন।

তিনি বলেন-

‘জাতীয় দলের বোলিং কোচ ঠিক হয়ে গেছে। আলোচনাও শেষ। ২৭ তারিখ বোর্ড মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত জানাব।’

জাতীয় দলের কোচিং স্টাফে রদবদল আসছে- তা আন্দাজ করা যাচ্ছিল বিশ্বকাপ চলাকালেই। তবে বাস্তবায়ন এত দ্রুত হয়ে যাবে তা ভাবেননি অনেকেই। দলের ব্যর্থতার কারণে চাকরি হারান প্রধান কোচ স্টিভ রোডস। বিশ্বকাপ শেষ করে দল দেশে ফেরার পর জানান হয়- পেস বোলিং কোচ ওয়ালশ ও স্পিন বোলিং কোচ জোশির সাথে চুক্তি নবায়ন করবে না বিসিবি। এই দুই কোচের সাথে বিসিবির চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত।

২০১৬ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর কোর্টনি ওয়ালশ কতটুকু সফল হতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। স্পিন দিয়েই প্রধানত সাজান হয় টাইগারদের বোলিং আক্রমণ। যদিও বিশ্বকাপের মত জায়গায় পেসই ছিল নেতৃত্বে, তবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। অন্যদিকে ২০১৭ সালের শুরুর দিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ পান জোশি। যদিও বোর্ড তার সাথেও চুক্তি নবায়ন করেনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘পাইপ লাইনে আরও কয়েকটা ছেলে আছে এমন’

‘সাবেক ফ্র্যাঞ্চাইজিদের’ অন্য উপায় বলে দিলেন পাপন

আফিফকে প্রধানমন্ত্রীর ফোন, দেখেছেন পুরো ম্যাচ

বিপিএল ব্যবসা করার জন্য নয়: বিসিবি সভাপতি

‘টেস্টে আগ্রহ নেই সাকিবের’