Scores

চেন্নাইকে বিদায় বললেন হরভজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের রিটেইনড খেলোয়াড় তালিকা প্রকাশের আগেই চেন্নাই সুপার কিংসকে বিদায় বলেছেন তারকা ক্রিকেটার হরভজন সিং। ভারত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আইপিএলে নিজের সর্বশেষ দিনগুলোতে চেন্নাইয়ের হয়ে খেলে সুনাম কুড়িয়েছিলেন, যদিও খেলেননি সর্বশেষ আসরে। 

ভাইরাসের ভয়ে আইপিএলে খেলবেন না হরভজন!

হরভজন জানিয়েছেন, চেন্নাইয়ের সাথে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে এখানেই। টুইটারে দেওয়া এক বার্তায় অবশ্য তিনি নিশ্চিত করেননি আইপিএলে আর খেলবেন কি না। তবে দারুণ স্মৃতির জন্য চেন্নাইকে ধন্যবাদ জানাতে ভুলেননি।

Also Read - চলে গেলেন বিসিবির সাবেক সহ-সভাপতি রাইসউদ্দিন

হরভজন বলেন, ‘চেন্নাই সুপার কিংসের সাথে আমার চুক্তি শেষে এসে পৌঁছেছে। এই দলের হয়ে খেলতে পারা দারুণ এক অভিজ্ঞতা ছিল। দারুণ কিছু স্মৃতি জড়ো করেছি, কিছু দারুণ বন্ধু পেয়েছি যা আমি বাকি জীবনে মনে রাখব। ধন্যবাদ চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট, স্টাফ ও সমর্থকদের, দারুণ ২টি বছরের জন্য। শুভকামনা রইল।’

১৩তম আইপিএলে শুরুর প্রাক্বালে ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ান হরভজন। ঠিক কী কারণে হরভজন খেলেননি তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। প্রথমে শোনা গিয়েছিল, করোনার ভয়ে আইপিএলে যাননি হরভজন। পরবর্তীতে অবশ্য টিম ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের সাথে তার বনিবনা না হওয়ার গুঞ্জনও শোনা যায়।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

রেকর্ড মূল্যে মরিসকে দলে নেওয়ার কারণ জানাল রাজস্থান

দল না পেয়ে মুস্তাফিজদের লিয়াজোঁ অফিসারের দায়িত্বে সোধি

অর্জুনকে ঘিরে ‘নেপোটিজম’ বিতর্ক, মুখ খুললেন শচীন

ক্লার্কের দাবি উড়িয়ে দিলেন স্মিথ

মুস্তাফিজের কাছে সবার আগে দেশ