
বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে হারিয়ে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার (৭ মে) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে স্বাগতিক চেন্নাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ৬ উইকেট হাতে রেখেও দলটি নির্ধারিত ২০ ওভার থেকে সংগ্রহ করে মাত্র ১৩১ রান।
এই সম্মানজনক সংগ্রহও দাঁড় করানো সম্ভব হয়েছে আম্বাতি রাইডু ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায়। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানো দলটি তৃতীয় উইকেট হারায় ৩২ রানে। ২৬ রান করা মুরালি বিজয় ভালো করার ইঙ্গিত দিয়েও ফেরেন সাজঘরে, দলীয় ৬৫ রানে।
৭.৫ ওভার ব্যাট করে পরের সময়টুকু ক্রিজে কাটিয়েছেন রাইডু ও ধোনি। যদিও মুম্বাইয়ের আঁটসাঁট বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। রাইডু ৩৭ বলে ৪২ ও ধোনি ২৯ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
মুম্বাইয়ের পক্ষে রাহুল চাহার শিকার করেন দুটি উইকেট।
পঞ্চমবারের মত ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাই লক্ষ্যে পৌঁছে যায় ৬ উইকেট ও ৯ বল হাতে রেখেই। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। ৫৪ বলের মোকাবেলায় ১০টি চারের সাহায্যে এই ইনিংস গড়েন তিনি।
ঈশান কিষাণ ২৮ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ১৩ রানের ইনিংস খেলেন।
চেন্নাইয়ের পক্ষে দুটি উইকেট শিকার করেন ইমরান তাহির।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস ১৩১/৪ (২০ ওভার)
রাইডু ৪২*, ধোনি ৩৭*
চাহার ১৪/২, ক্রুনাল ২১/১
মুম্বাই ইন্ডিয়ান্স ১৩২/৪ (১৮.৩ ওভার)
সূর্যকুমার ৭১*, কিষাণ ২৮
তাহির ৩৩/২, হরভজন ২৫/১
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।