Scores

চোখ ধাঁধানো অভিষেকের পর ছিটকে গেলেন পুকোভস্কি

আবারো অস্ট্রেলিয়াকে বদলাতে হবে ওপেনিং জুটি। হাই ভোল্টেজ টেস্ট সিরিজ থেকে ‘চোটের সিরিজ’ এ রূপ নিতে থাকা বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে আরও একজন খেলোয়াড় ছিটকে গেছেন। চোটের কারণে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলা হবে না অস্ট্রেলীয় ওপেনার উইল পুকোভস্কির।

চোখ ধাঁধানো অভিষেকের পর ছিটকে গেলেন পুকোভস্কি

সিডনিতে তৃতীয় টেস্টে অভিষিক্ত এই ক্রিকেটার নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন। তবে ভাগ্য তার সুপ্রসন্ন হল না। এক টেস্ট পরই ছিটকে পড়তে হয়েছে দল থেকে। তার বদলি হিসেবে ব্রিসবেন টেস্টের দলে ডাক পেয়েছেন ভিক্টোরিয়ার ক্রিকেটার মার্কাস হ্যারিস।

Also Read - হাসান-শরিফুলের বোলিং তোপে অলআউট তামিমরা


সিডনি টেস্টে ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনারের ভূমিকা পালন করেন পুকোভস্কি। ওয়ার্নার ছন্দে না থাকলেও পুকোভস্কি চোখ ধাঁধানো পারফরম্যান্স প্রদর্শন করেন। নিজের অভিষেক ইনিংসেই ব্যাটিং দৃঢ়তায় পরিচয় দিয়ে ৬২ রান করেন, যখন কিনা নতুন বলে ভালো করছিলেন ভারতীয় বোলাররা।

সিডনি টেস্টেই ফিল্ডিং করার সময় কাঁধে চোট বাঁধান পুকোভস্কি। এরপর থেকে তিনি ছিলেন পর্যবেক্ষণে। বুধবার (১৩ জানুয়ারি) দলের সাথে গ্যাবায় অনুশীলনও করেননি। ইনডোরে অল্প কিছুক্ষণ ব্যাটিং করেছেন, তবে ফিল্ডিং প্র্যাকটিস করা সম্ভব হয়নি। এরপর ফিটনেস টেস্ট নেওয়া হলে সেখানে উত্তীর্ণ হতে পারেননি পুকোভস্কি। দিনের অনুশীলন শেষে অজি অধিনায়ক টিম পেইন জানান, পুকোভস্কি থাকছেন না ব্রিসবেন টেস্টের একাদশে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

হাত ফসকে পড়া বল ‘ক্যাচ’ দিয়ে দিলেন আম্পায়ার

তিন পরাশক্তির বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজে’ চোখ রিয়াদের

মার্শের পর আইপিএল থেকে সরে গেলেন হ্যাজলউড

‘জায়গা খালি নেই’, স্মিথকে ল্যাঙ্গার

বিয়ের পিঁড়িতে বসতে আইপিএল থেকে ছুটিতে জাম্পা