Scores

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ওকসের

england-s-chris-woakes-in-action_faa40e16-4770-11e7-815c-f4e1adc20f07

গতকালই পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড দল। তবে এই জয়ের পর  খারাপ সংবাদ বয়ে এনেছে দলের জন্য। সাইড-স্ট্রেন চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছে ক্রিস ওকস। যার কারণে ইংল্যান্ডের জার্সি গায়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলা হবে না পেসারের।চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। বোলিংয়ের সময় নিজেদের দ্বিতীয় ওভারের পর সাইড-স্ট্রেনের ব্যথায় মাঠ ছাড়েন এই ইংলিশ বোলার। চোটের কারণে পরবর্তীতে আর মাঠে নামেন নি ক্রিস ওকস।

Also Read - 'অতিরিক্ত বোলার থাকলে জিততাম, তার কি নিশ্চয়তা ছিল'

ম্যাচ শেষে স্ক্যান করানো হয় ওকসের। শক্রবার সকালেই স্ক্যান রিপোর্ট দিয়েছে বলে জানা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন ম্যাচগুলোর জন্য ক্রিস ওকসের বদলি হিসেবে কাকে দলে নেওয়া হবে সেই ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানায় নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

তবে তার পরিবর্তে দলে ঢুকতে পারে স্টেভ ফিন অথবা টবি রোনাল্ড-জোনস। গুঞ্জন উঠেছে ওকসের পরিবর্তে দলে ঢুকানো হতে পারে স্টুয়ার্ট ব্রডকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছিল ক্রিস ওকস। তবে ইনজুরি জনিত সমস্যা থাকায় সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে নামেন নি এই ইংলিশ বোলার।


Related Articles

‘অসাধারণ, প্রকাশ করার মতো না’- তামিমের নেতৃত্ব নিয়ে সাইফ

রশিদের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল