Scores

চোট-জর্জর দলের অবস্থা জানালেন ওয়ালশ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৩১ মে) লন্ডনে ৩ ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও এদিন চোট বাঁধিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছেন তামিম ইকবাল।

চোট-জর্জর দলের অবস্থা জানালেন ওয়ালশ

নেটে অনুশীলন করার সময় বল তামিমের বাঁ হাতে আঘাত করলে সাথে সাথে মাঠ ছেড়ে চলে যান তিনি। সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও তামিমের চোটের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। অপেক্ষা তাই এখন এমআরআই প্রতিবেদনের।

Also Read - হেসেখেলেই জিতল ক্যারিবীয়রা


ওয়ালশ বলেন, ‘তামিমের ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। মাত্রই ড্রেসিংরুমে ফিরেছে সে। দেখার বিষয় এখন ব্যথা কেমন, হাত ফুলে যায় কিনা। এরপরই এমআরআই লাগবে কিনা, জানা যাবে।’

‘এটা চিন্তার বিষয়। সে মাত্র নেটে গিয়েছিল। এখনই কিছু বলা কঠিন, বললেও সেটা অনুমান করে বলা হবে। দেখা যাক। ডাক্তার দেখবেন। তারপর আমি বলতে পারব। আশা করি খুব গুরুতর নয়।’– বলেন ওয়ালশ।

চোট সমস্যা কেবল তামিমেরই নয়। চোট নিয়ে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তাদের চোটের ব্যাপারে ওয়ালশ বলেন, ‘আরও দুই দিন সময় আছে। গত ম্যাচে সাইফউদ্দিন চোট পেয়েছে। আজ সে পুরোপুরি বিশ্রামে ছিল, ফিজিওর তত্ত্বাবধানে আছে। তার চোট কাল পর্যবেক্ষণ করে দেখব আমরা।’

‘মাশরাফিরও কিছুটা চোট সমস্যা আছে, আজ বেশি অনুশীলনও করেনি। কাল বোঝা যাবে অবস্থা। মুস্তাফিজের সমস্যা ছিল। তবে সে এখন ঠিক আছে, আজ ভালো বোলিং করেছে।’

পরিশেষে চোট নিয়ে দুশ্চিন্তা না রাখারই আহ্বান ওয়ালশের। তার ভাষ্য, ‘খেলোয়াড়দের ইনজুরি আছে। কিন্তু এটা নিয়ে আমরা চিন্তিত নই। আশা করি ধীরেধীরে সবাই ঠিক হয়ে যাবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস