Scores

চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ শেষ রাবাদার

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। কুঁচকির ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েছেন দলটির অন্যতম মূল পেসার কাগিসো রাবাদা। চোটের কারণে রাবাদার খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও।

ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার দুঃসংবাদ
কাগিসো রাবাদা। ফাইল ছবি

রাবাদার বদলি হিসেবে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন লুথো সিপামলা। এ মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। ঐ সিরিজের আগেই রাবাদা সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাবাদার ছিটকে পড়া ও সিপামলার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বিবৃতিতে জানানো হয়, ‘২ ডিসেম্বর রাবাদাকে বায়ো সেফটি বাবলের বাইরে ছেড়ে দেওয়া হবে যাতে সে ২৬ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া বেটওয়ে টেস্ট সিরিজের আগে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।’

Also Read - আপন ভাইয়ের ওভারে স্মিথের ছয় ছক্কা


টি-টোয়েন্টি সিরিজে রাবাদা দলের প্রথম দুই ম্যাচে খেলেছেন। যদিও দুটি ম্যাচেই হেরে সিরিজ খোয়ায় স্বাগতিক দল। দ্বিতীয় ম্যাচে রাবাদা বোলিং কোটাও পূর্ণ করতে পারেননি। চতুর্থ ওভারের পঞ্চম বলে চোট বাঁধালে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

৪ ডিসেম্বর থেকে কেপটাউনে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের মত ৯ ডিসেম্বরের তৃতীয় ও শেষ ম্যাচও অনুষ্ঠিত হবে কেপটাউনে। ৬ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের ভেন্যু পার্ল।

একনজরে ওয়ানডে সিরিজের সূচি

৪ ডিসেম্বর- ১ম ওয়ানডে ম্যাচ, কেপটাউন
৬ ডিসেম্বর- ২য় ওয়ানডে ম্যাচ, পার্ল
৯ ডিসেম্বর- ৩য় ওয়ানডে ম্যাচ, কেপটাউন

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

লকুহেতিগেকে ‘৮’ বছরের নিষেধাজ্ঞা দিল আইসিসি

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ