Scores

চোট পেয়ে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

বঙ্গবন্ধু টি২০ কাপ ২০২০’কে সামনে রেখে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলার কথা সাইফের।  

রোববার মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপের সময় চোট পান সাইফ। মাঠেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর এক সুত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে স্ক্যান করে পরবর্তী অবস্থা জানা যাবে। তবে সোমবার আবার অনুশীলনে নামবেন এই পেস বোলিং অলরাউন্ডার।

Also Read - একদিনেই শেষ কোহলি-স্মিথদের ম্যাচের টিকিট


মিরপুরে সাইফউদ্দিনকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। এ দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহী দলের মোহাম্মদ আশরাফুল। সাইফউদ্দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার।

 

আশরাফুল বলেন, ‘আপডেটটা তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে।’

আসন্ন টি২০ কাপকে সামনে রেখে কোভিড-১৯ টেস্টে সেরে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্যে পজিটিভ হয়েছেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়।

২৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আশরাফুল-সাইফদের রাজশাহী ও তারুণ্যনির্ভর দল বেক্সিমকো ঢাকা। রাজশাহী দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শরিফুল-মুস্তাফিজের বোলিং তোপে টানা তৃতীয় জয় চট্টগ্রামের

ভিডিও: ৫ রানে মুস্তাফিজের ৪ উইকেট

ম্যারাডোনার স্মরণে সাকিব-রিয়াদদের নীরবতা পালন

খুলনার ‘ঘরের ছেলে’ দুজনেই আবার ঘরে ফিরেছে

তামিমকে বরিশালের অধিনায়ক ঘোষণা