Scores

চোট পেয়ে হাসপাতালে মরগান

বিশ্বকাপ মাঠে গড়ানোর আর মাত্র ৬ দিন বাকি। তার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। কিন্তু বিশ্বকাপের ঠিক দোরগড়ায় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। দলীয় অধিনায়ক ইয়ন মরগান আঙুলে চোট পেয়ে হাসপাতালে ছুটেছেন।

পন্টিংয়ের মতো সাকিবের কণ্ঠে সুর মেলালেন মরগানও

 

Also Read - কোহলিকে যন্ত্র মনে হয় লারার!


শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মরগান। আঙুলের এক্স-রে করার জন্য তাকে হাতপাতালেও যেতে হয়েছে। চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে চোট কতটা গভীর কিংবা মরগানের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে।

আগামী শনিবার (২৫ মে) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। মরগান যদি খেলতে না পারে তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে স্বাগতিকরা। কারণ শুধু ব্যাটিং নয়, তার অধিনায়কত্বও ইংলিশদের জন্য বড় অনুপ্রেরণা।

গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ইংলিশরা। ৪ বছর আগে সেই ইংলিশ দলটাকে বেশ ভঙ্গুর মনে হচ্ছিল। তবে অধিনায়ক মরগান ধীরে ধীরে দলটাকে নিজের মতো করে গুছিয়ে তোলেন। বদলে যাওয়া ইংল্যান্ড দল এখন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আর এই সাফল্যের পেছনের মূল কারিগর মরগান।

২৫ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ম প্রস্তুতি ম্যাচের পর ২৭ মে আরও একটি প্রস্তুতি ম্যাচ আছে ইংলিশদের। দ্য ওভালে আফগানিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। বিশ্বকাপ শুরুর ১ম দিনেই মাঠে নামবে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হবে দ্য ওভালে।

বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের সময়সূচিঃ
৩০ মে- ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- বেলা ৩.৩০ মিনিট।
৩ জুন- ইংল্যান্ড বনাম পাকিস্তান- বেলা ৩.৩০ মিনিট।
৮ জুন- বাংলাদেশ বনাম ইংল্যান্ড- বেলা ৩.৩০ মিনিট।
১৪ জুন- ইংল্যান্ড বনাম উইন্ডিজ- বেলা ৩.৩০ মিনিট।
১৮ জুন- ইংল্যান্ড বনাম আফগানিস্তান- বেলা ৩.৩০ মিনিট।
২১ জুন- ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা- বেলা ৩.৩০ মিনিট।
২৫ জুন- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া- বেলা ৩.৩০ মিনিট।
৩০ জুন- ইংল্যান্ড বনাম ভারত- বেলা ৩.৩০ মিনিট।
৩ জুলাই- ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড- বেলা ৩.৩০ মিনিট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!