Scores

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১১ বছর পর টাইগাররা

bdteam-enjoy-after-winning-bangladesh-bdcricteam

মো. সিয়াম চৌধুরীঃ

চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়েছিল বেশ আগেই। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসির নিয়ম মতে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব দল ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা ৮-এ থাকবে, তারাই অংশগ্রহণ করবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির সদস্য কোনো দেশের এখন ওয়ানডে ম্যাচ না থাকায় কারা থাকছে সেরা আটে, এটা অনুমেয়ই ছিল। অবশেষে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার দিনেই আইসিসি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী দেশগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসলো, যেখানে রয়েছে বাংলাদেশের নামও!

Also Read - হার দিয়ে সফর শুরু সালমাদের


২০০৬ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আয়োজক ইংল্যান্ড। ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান সাত-এ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পেছনে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সুযোগ পাওয়ায় সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান হঠাৎ জ্বলে না উঠলে তাদের পরিণতি বিনিময় হতে পারত ওয়েস্ট ইন্ডিজের সাথে!

গত বছরের শেষদিক থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। স্মরণীয় বিশ্বকাপকে মাঝখানে রেখে বাংলাদেশ টানা ৪টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ধারাবাহিক ভালো পারফরমেন্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে, ৯ থেকে টাইগাররা উঠে এসেছে ৭-এ। এরই ফলস্বরূপ জায়গা মিলেছে সম্মানজনক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০০৬ সালে বাংলাদেশ এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছিল টেস্ট খেলুড়ে দেশ হিসেবে। তবে এবার নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়েই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিংঃ
গ্রুপ – এঃ
বাংলাদেশ, ইন্ডিয়া, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা।
গ্রুপ – বিঃ
নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া।

একনজরে আইসিসির বর্তমান ওয়ানডে র‍্যাংকিং, যা বিবেচনা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্ধারণে। তন্মধ্যে আগামী আসরে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
অস্ট্রেলিয়া – ১২৭ রেটিং
ভারত – ১১৫ রেটিং
দক্ষিণ আফ্রিকা – ১১০ রেটিং
নিউজিল্যান্ড – ১০৯ রেটিং
শ্রীলংকা – ১০৩ রেটিং
ইংল্যান্ড – ১০০ রেটিং
বাংলাদেশ – ৯৬ রেটিং
পাকিস্তান – ৯০ রেটিং
ওয়েস্ট ইন্ডিজ – ৮৮ রেটিং

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব