
আগামী জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর আসর। আটট অংশগ্রহণ করতে যাচ্ছে এবারের আসরে। মাঠের লড়াইয়ের আগে আইসিসির বেঁধে দেওয়া সময় ২৫শে এপ্রিলের মধ্যে দল ঘোষণায় ব্যস্ত এখন দলগুলো। এরই ধারাবাহিকতায় সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টে কিউইদের নেতৃত্বে থাকছেন কেন উইলিয়ামসন। আইপিএলে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স করে নিউজিল্যান্ড শিবিরে ডাক পেয়েছেন ম্যাকক্লেনাঘান। এছাড়া নিজেদের ফিটনেসের প্রমাণ দিয়ে আবারো নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন দুই কিউই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও অ্যাডাম মিলনে।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন ডিন ব্রাউনলি, ললি ফার্গুসন, ম্যাট হেনরি ও ইশ সোদি। পাঁচ ব্যাটসম্যানের পাশাপাশি চার বোলার, দুই স্পিনার ও তিনজন পেস অলরাউন্ডারের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল গড়েছে নিউজিল্যান্ড।
আরো পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রীলঙ্কা দলে ফিরলেন ম্যাথিউস, মালিঙ্গা
চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ড দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনেঘান, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, জিতান প্যাটেল, লুক রনকি, মিচেল স্যান্টনার এবং টিম সাউদি।