
খেলোয়াড়ি জীবন শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ে জড়ান ব্রেন্ডন ম্যাককালাম। সেই ম্যাককালামই কিনা দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের। যদিও তার সামনে সুযোগ ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হওয়ার। তা সত্ত্বেও ম্যাককালাম কেন টেস্ট দলকেই বেছে নিলেন?

এমন প্রশ্ন উড়ছে দুই দিন ধরেই। অবশেষে ম্যাককালামই দিলেন সেই প্রশ্নের উত্তর। ওয়ানডেতে ইংল্যান্ড এখন বিশ্বচ্যাম্পিয়ন। টি-টোয়েন্টিতেও দলটি উড়ছে। তবে বেহাল দশা টেস্টে।
ইংল্যান্ড যখন লাল ও সাদা বলে আলাদা কোচ নিয়োগের কথা ভেবেছে, ম্যাককালাম তখন টেস্ট দলকেই বেছে নিয়েছেন। আর তার পেছনে আছে ‘ঘুরে দাঁড়াবার চ্যালেঞ্জ’।
Say hello to our new boss! 👋@Bazmccullum | #EnglandCricket pic.twitter.com/T6CiX5OgE5
— England Cricket (@englandcricket) May 12, 2022
তিনি বলেন, ‘আমি দুই ভূমিকার কথাই ভেবেছি। সাদা বলের দায়িত্ব নিতে তেমন আগ্রহ ছিল না কারণ সাদা বলে ইংল্যান্ড এখন উড়ছে, বিশ্বের সেরা একটি দল তারা। ঐ দলে মরগান আছে, যে আমার ভালো বন্ধু। আমি জানি, সে একটি ভালো সিস্টেম তৈরি করেছে। সে অবসর নিলেও ইংল্যান্ড সাদা বলে ভালোভাবে এগিয়ে যাবে।’
সর্বশেষ ১৭ টেস্টে মাত্র একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, হেরেছে বেশিরভাগ ম্যাচ। এই দুঃসময়ের বৃত্ত থেকে ইংল্যান্ডকে বের করতেই তিনি নিয়েছেন টেস্টের দায়িত্ব, জানালেন কখনও লাল বলে কোচিং না করানো ম্যাককালাম।
তিনি বলেন, ‘সহজ কাজের প্রতি আমার আগ্রহ ছিল না। জীবন পরিবর্তন করতে হবে অস্বস্তিকর বা সহজ নয় এমন কিছু দিয়ে। যে দলটা এখন আত্মবিশ্বাসের তলানিতে আছে, তাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাতেই এই চ্যালেঞ্জ আছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।