চড়া মূল্যে বিক্রি হলো সাকিব-মাশরাফিদের স্বাক্ষরিত ব্যাট
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালসহ দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত ক্রিকেট ব্যাট ৩ লাখ টাকায় নিলামে বিক্রি করেছে নিলামের অনলাইন প্লাটফর্ম অকশন ফর অ্যাকশন। অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট স্মারক সংগ্রাহক মাসুদ এই ব্যাটটি আরেক নিলাম থেকে কিনে এতদিন সংরক্ষণ করেছিলেন, করোনাভাইরাস মোকাবেলায় যা তিনি বিনাস্বার্থে নিলামে তুলে দেন। নিলাম থেকে অর্জিত অর্থ যুক্ত হবে সাকিবের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে।
এই ব্যাটের বিশেষত্ব হল- ব্যাটে বাংলাদেশের ১৫ জনেরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে। সুগঠিত ফ্রেমে আঁটা ব্যাটের চারপাশে ক্রিকেটারদের ছবিও সংযুক্ত রয়েছে। ব্যাটটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা, অর্থাৎ ১ লাখ টাকার চেয়ে ১ টাকা কম।
Also Read - অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর, মানতেই পারছেন না গম্ভীর
ব্যাটটির নিলাম শুরু হয় রবিবার (১০ মে) বাংলাদেশ সময় রাত সোয়া দশটার দিকে। এই ব্যাটে স্বাক্ষরকারী হিসেবে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শুভাশীষ রায়, শুভাগত হোম, তাসকিন আহমেদ, রুবেল হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটার।
কথা অনুযায়ী নিলামের শেষ পর্যায়ে যুক্ত হয়েছিলেন সাকিবও। লাইভ আলাপচারিতায় যুক্তরাষ্ট্রে থাকা সাকিব যখন নিলাম পরিচালকদের সাথে কথা বলছেন, যুক্তরাষ্ট্রে তখন সকাল। সাম্প্রতিক সময়ে তার অন্যান্য লাইভ শো এর মত এই শো-ও ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।
এর আগে সাকিবের বিশ্বকাপ ব্যাটের নিলামও সম্পন্ন করেছিল অকশন ফর অ্যাকশন। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের সেই ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। এ নিয়ে চতুর্থবারের মত কোনো ক্রিকেট স্মারক নিলামে বিক্রি করল নিলামের অনলাইন প্লাটফর্মটি। অকশন ফর অ্যাকশনের পক্ষ থেকে নিলামে তোলা প্রত্যেকটি স্মারক বিক্রির অর্থ খরচ করা হবে করোনাভাইরাস মোকাবেলায় কাজে। সোমবার (১১ মে) বিক্রীত ব্যাট থেকে প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।