Scores

ভিডিও : ছক্কা মেরেও হাসির পাত্র আসিফ, ভেঙেছেন নিজেরই গাড়ি

ছক্কা মেরে বলের গতির দিকে ফিরে তাকাতেই ব্যাটসম্যান মাথায় দিয়ে দাঁড়ালেন। একটু পরে পিচে ওপরেই বসে পড়লেন। অপরদিকে, উইকেটরক্ষকসহ ফিল্ডিং করা দলের হাসিই যেন থামছে না। ছক্কা খেয়েও বোলারের মুখেও ছিল হাসি। কারণ ব্যাটসম্যান যে ছক্কা মেরে নিজের গাড়ির কাচই ভেঙে ফেলেছেন।

ছক্কা মেরেও হাসির পাত্র আসিফের, ভেঙেছেন নিজেরই গাড়ি

ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স ক্রিকেট লিগের ইলিংওর্থ সেন্ট মেরি ও সোয়ারবাই সেন্ট পিটার্সের মধ্যকার ম্যাচ চলছিল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এটি। ব্যাটসম্যান আসিফ আলি তখন ১৭ বলে ১৯ রানে ব্যাটিং করছিলেন। দলীয় রান ৫ উইকেটে ১৩৭। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই ছক্কা মেরে খুশি হওয়ার কথা ছিল ব্যাটসম্যানের। কিন্তু খুশি তো দূরে থাক, বরং ছক্কা মেরেই হতাশ হয়ে পিচের ওপর বসে পড়েন তিনি।

Also Read - ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

সীমানার পাশের পার্কিং লটে রাখা ছিল আসিফের ভক্সহল জাফিরা গাড়ি। তারই মারা ছক্কাটি গিয়ে পড়ে ঠিক গাড়িটির ওপরে। ফলে গাড়ির পেছনের দিকের কাচ ভেঙে যায়। নিজের গাড়ির এই অবস্থা দেখে আসিফ আর স্থির থাকতে পারেননি। এইজন্যই ছক্কা মেরেও ব্যাট ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে পিচের ওপর বসে পড়েন তিনি। তার এই কাণ্ড দেখে উইকেটরক্ষক ফিল্ডাররাসহ দর্শকদের মাঝেও হাসির রোল পড়ে যায়।

Related Articles

ব্যাট নিয়ে পলের দিকে তেড়ে গিয়ে বিপাকে আসিফ

বিপ্লবের ওপেনিংয়ে নামার কারণ জানালেন ফস্টার

আসিফ আলির মেয়ের অকাল মৃত্যু

পিএসএলে খেলোয়াড়ের কন্যা মৃত্যুপথযাত্রী, কান্নায় ভেঙ্গে পড়লেন কোচ