Scores

ছক্কা হাঁকানোর রেকর্ডে গেইল-আফ্রিদিদের পাশে তামিম

তার ব্যাটিংয়ের ধরণ নিয়ে সমালোচনা কম হয় না। ধীরগতির ব্যাটিংয়ের জন্য বারংবার সমর্থকদের কাঠগড়ায় উঠতে হয়। তবুও আগ্রাসী ব্যাটিংয়ের কারণে এক জায়গায় অনন্য বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ক্রিস গেইল, শহিদ আফ্রিদিদের মত ব্যাটসম্যানদের সাথে রেকর্ড বই ভাগ করে নিয়েছেন তিনি।

তামিমকে কটূক্তি, দর্শক আটক -

২০০৭ সালে বাংলাদেশের হয়ে ওয়েনডে অভিষেকের পর এই ফরম্যাটে এখন পর্যন্ত নিয়মিতই খেলে যাচ্ছেন তামিম। তবে ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে তাকে মারমুখী ভূমিকায় দেখা গেলেও বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের খেলার ধরণ পরিবর্তন করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

Also Read - সাকিব ফিরলে তার কাছেও সহযোগিতা চাইব : তামিম


আগ্রাসীভাব কমিয়ে শুরু থেকে দেখে খেলছেন তামিম। যে কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে তার স্ট্রাইক রেট। কিন্তু ছক্কা হাঁকানোর কারণে একখানে ঠিকই নিজের নাম ধরে রেখেছেন তিনি। যেখানে রেকর্ড বইয়ের পাতা ভাগ করেছেন বীরেন্দর শেবাগ, গেইল, আফ্রিদির সাথে।

একদিনের ক্রিকেটে ২০০১ সাল থেকে এখন পর্যন্ত প্রথম ওভারে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডের লিস্টে আছে তামিমের নাম। এই তালিকায় ভারতীয় ওপেনার শেবাগ, ক্যারিবিয়ান ব্যাটিং দাবন গেইল এবং পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আফ্রিদির সাথে তিন নম্বরে আছেন তামিম।

তালিকার দুই ও এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম।

প্রসঙ্গত, একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলা তামিম নামের পাশে জমা করেছেন ৭২০২ রান। যেখানে ৭৮৩টি চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন ৯১টি। তিন ফরম্যাট মিলিয়ে এযাবৎ ১৭১টি ছয়ের মার মেরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কাতুনায়েকেতে লাল দলের তামিমময় এক সেশন

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিমের ‘লাল’ দল

‘আমি আর তামিম বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি’

তামিমদের দায়িত্ব ‘একশ’ আর লিটনদের ‘দশ’, এমন বৈষম্যে আপত্তি সুজনের

তামিমের অবসরের ইঙ্গিত, মুখ খুললেন বাশার