Scores

ছন্দপতনের কারণ জানালেন সুনীল জোশি

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশি মনে করেন, ভালো শুরু করার পরও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাকফুটে চলে যাওয়ার কারণ পরীক্ষানিরীক্ষা করা। আর প্রস্তুতি ম্যাচে বিভিন্ন বিষয় যাচাইয়ের জন্য এই পরীক্ষানিরীক্ষাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

ছন্দপতনের কারণ জানালেন সুনীল জোশিম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে দলের প্রতিনিধি হয়ে আসা জোশি জানান, এই ম্যাচকে প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ হিসেবেই গ্রহণ করেছিল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই ম্যাচেই বিভিন্ন বিষয়ে ধারণা নিতে হয়েছে দলকে। আর তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকা সত্ত্বেও একটা সময় ঘটেছে ছন্দপতন।

Also Read - “সাকিব বিশ্বকাপে বড় কিছু করবে”

সুনীল জোশি বলেন, ‘এই ম্যাচকে আমরা একটি প্রস্তুতি ম্যাচ হিসেবেই নিয়েছি। তাই আমাদের জানার প্রয়োজন ছিল বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ব্যাটসম্যানের বিপক্ষে আমাদের বোলাররা কীভাবে মানিয়ে নেয়। প্রস্তুতি ম্যাচ বলেই দল নিয়ে পরীক্ষানিরীক্ষা হয়েছে। আমাদের প্রায় সবাই খেলার মধ্যে থেকেছে, এটাই চাইছিলাম আমরা।।‘

তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ডে আমরা ভালো করেছি। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে তাই অনেক পরীক্ষানিরীক্ষা করতে চেয়েছি আমরা।’

বল হাতে টাইগারদের শুরুটা অবশ্য ছিল ভালোই। এরপর বোলিং নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে গিয়েই ভারতকে রানের দ্বার খুলে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

স্পিন বোলিং কোচ বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। ওদের ১০০ রানের মত ছিল ৪ উইকেট হারিয়ে। সাকিব আরও বল করলে ম্যাচ আমাদের পক্ষে থাকতে পারত। আমরা তখন বোলারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি’

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস