ছবিতে ছবিতে বিসিবি একাদশ বনাম উইন্ডিজ প্রস্তুতি ম্যাচ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সফরকারী উইন্ডিজকে ৫১ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করলো বিসিবি একাদশ।
বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাট করে শাই হোপের ৭৮ ও চেজের অপরাজিত ঝড়ো গতির ৬৫ রানে চড়ে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩৩১ রানের পুঁজি পায় সফরকারীরা। পাহাড়সম রান তাড়া করে জিততে হবে এমন সমীকরণে বাংলাদেশকে শুরুতে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল। তার অনবদ্য ১০৭ রানের পর সৌম্য সরকারের অপরাজিত ১০৩ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। আলোক-স্বল্পতায় বিসিবি একাদশের ৪১ ওভারের পর আর মাঠে খেলা না গড়ালে ডি/এল মেথডে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।
ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আজকের ম্যাচের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত-
Also Read - তামিমের কথাতেই মাথা খুলেছে সৌম্যের!











স্কোরকার্ড-
উইন্ডিজ: ৩৩১/৮ (৫০ ওভার)
পাওয়েল ৪৩(৪৮), হোপ ৭৮(৮৪), ব্রাভো ২৭(৩৩), স্যামুয়েলস ৫(১২), হেটমায়ার ৩৩(২৭), পাওয়েল ০(৫), চেজ ৬৫*, অ্যালেন ৪৮, রুবেল ১০-০-৫৫-২, মাশরাফি ৮-১-৩৭-১, রানা ১০-০-৬৫-১, শাহিন ২-০-১৮-০, সৌম্য ৮-০-৭২-০, অপু ১০-০-৬১-২, শামীম ২-০-১৬-১।
বিসিবি একাদশ: ৩১৪/৬ (৪১ ওভার)
তামিম ১০৭(৭৩), কায়েস ২৫(২৭), সৌম্য ১০৩(৮৩)*, মিঠুন ৫(১৪), আরিফুল ২১(১৮), হৃদয় ০(৫), শামিম ৯(১২), মাশরাফি ২২(১৮)*; চেজ ৫৭/২।
ফলাফল: বিসিবি একাদশ ডি/এল মেথডে ৫১ রানে বিজয়ী।