SCORE

ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দরও

ভারতীয় দলে চোট সমস্যা যেন কাটছেই না। এবার প্রায় এক দিনের ব্যবধানেই দুই-দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের কারণে ছিটকে পড়ার খবর শুনতে হল দলটির সমর্থকদের।

ছিটকে-গেলেন-ওয়াশিংটন-সুন্দরও

আগের দিনই চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। এবার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও বরণ করে নিতে হল একই পরিণতি। ইনজুরির কারণে এই ক্রিকেটারকে ভারতের ইংল্যান্ড সফরের টি-২০ দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।

Also Read - কোহলিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে মালিক

দলের সাথে অনুশীলন করার সময় ফুটবল খেলছিলেন সুন্দর। এমন সময় অ্যাঙ্কেলে চোট লাগে তার। এরপর মাঠ ছাড়তে হয় ফিজিও ও ট্রেনারদের সহায়তায়। প্রথমে ধরে নেওয়া হচ্ছিল, বড়োজোর ইংল্যান্ড-ভারত প্রথম টি-২০ ম্যাচটি মিস করবেন তিনি। তবে এবার জানা গেছে, পুরো সিরিজ জুড়েই মাঠের বাইরে থাকতে হবে তাকে।

অন্যদিকে চোট পাওয়া বুমরাহ এখন রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তিনি অবশ্য মাঠে ফিরবেন সুন্দরেরও পরে। ফিজিওদের প্রত্যাশা, ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী ভারতের ওয়ানডে সিরিজেই আবার মাঠে নামতে পারবেন সুন্দর। তবে বুমরাহ মাঠে ফিরতে ফিরতে শেষ হয়ে যাবে ওয়ানডে সিরিজও। তাই আপাতত তাকে পাওয়ার আশা কেবল টেস্ট সিরিজকে সামনে রেখেই।

বুমরাহ ও সুন্দর টি-২০ সিরিজের ভারত স্কোয়াড থেকে বাদ পড়ার ফলে তাদের স্থলাভিষিক্ত কে হবেন, এ নিয়ে বেশ ভাবতেই হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। বিগত কয়েকদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে বুমরাহ ছিলেন দুর্দান্ত ফর্মে। কেউ কেউ তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। অন্যদিকে নতুন এসে ওয়াশিংটন সুন্দর নিজের সামর্থ্য আর স্কিল জানান দিয়েছেন বেশ ভালোভাবেই। নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে বল হাতে বেশ ভুগিয়েছিলেন তিনি।

সুন্দরের বদলে ভারতের টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া। বুমরাহর চোটে কপাল খুলে গেছে দীপক চাহারের, দলে ডাক পেয়েছেন তিনিও।

আরও পড়ুনঃ চিড় ধরেনি স্মিথ-ওয়ার্নারের বন্ধুত্বে

Related Articles

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে জিতল ভারত

এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের

অনন্য তামিমে মুগ্ধ সবাই

বিশ্বকাপের টিকিটের আবেদন ছাড়িয়েছে পঁচিশ লক্ষ