
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর নতুন আসরের জন্য আসন্ন নিলামে ডাক পেতে যাচ্ছেন ৬ বাংলাদেশী ক্রিকেটার। এঁরা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
Advertisment
এঁদের সাথে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান।
তবে ঐ ৬ ক্রিকেটারের মতো সাকিব ও মুস্তাফিজকে দাঁড়াতে হচ্ছে না নিলামের বাজারে। কেননা গত আসরে আইপিএলে দুজনের নিজ দল ইতিমধ্যে নাম নিবন্ধন করিয়ে ফেলেছে তাঁদের। বরাবরের মতো এবারো সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যদিকে মুস্তাফিজের দল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।