Scores

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদসহ ক্রিকেট অঙ্গনের তারকারা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেক ক্রিকেটার।

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। দেশের ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে ক্রিকেট অঙ্গনে রয়েছে তাঁর অবিস্মরণীয় ভূমিকা।

Also Read - কে এই রাহুল তেভাতিয়া


জন্মদিনে প্রধানমন্ত্রীকে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর’ হিসেবে আখ্যায়িত করে মাশরাফি উল্লেখ করেন, ‘শুভ জন্মদিন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ পৃথক আরেক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘ক্রিকেট ও ক্রিকেটারদের দুর্দিনে আপনি সবসময় সামনে ছিলেন, এগিয়ে এসেছেন। আশা করি আপনি ক্রিকেটের সাথে সবসময় এভাবেই থাকবেন।’

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের পোস্ট করা ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন। আপনি বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব আপনি আরও অনেক বছর আমাদের দিকনির্দেশনা দিয়ে যাবেন।’ ফেসবুক বার্তায় সাকিব লিখেছেন, ‘দেশের জন্য আপনার অবিরাম ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। আপনার এই অনুপ্রেরণায় আমরা যেন বাংলাদেশকে আরও উন্নত ও শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারি। শুভ জন্মদিন, আমাদের অত্যন্ত প্রিয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!’


ফেসবুকে জন্মদনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আপনার দীর্ঘ জীবন কামনা করছি।’

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

ফেসবুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ। তিনি বলেন, ‘আপনি আমাদের সকলের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ইনশাআল্লাহ্‌ আপনার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি।’

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকারের একজন ক্রীড়াপ্রেমি। আমাদের ভালো-খারাপ সবসময় আমরা তাকে পাশে পাই। শুভ জন্মদিন, আপনি সবসময় আমাদের প্রেরণা।’ ফেসবুকে তামিম লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।’

জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

এছাড়া নাঈমুর রহমান দুর্জয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান এবং সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার।

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জাতীয় দলে গিয়ে যেন শিখতে না হয় : দুর্জয়

শ্রীলঙ্কায় কাজের পরিধি বাড়ছে ভেট্টোরির

জাতীয় দলের সুযোগ-সুবিধা পাবে এইচপি দল

‘দুই জায়গায় হতে পারে’ এইচপি দলের ক্যাম্প

বাথরুমের পানি দিয়ে বানানো ‘এনার্জি ড্রিংক’ পান করতেন দুর্জয়-সুজনরা