Scores

জন্মদিনে মুস্তাফিজকে ওয়ার্নারের শুভেচ্ছা

 

আন্তর্জাতিক ক্রিকেটে উদয়ের পর থেকেই সবার নজর কাড়েন মুস্তাফিজ। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন কাটার মাস্টার। যার সুবাদে বাইরের দেশের ঘরোয়া লিগগুলোতেও চাহিদার শীর্ষে থাকেন ফিজ। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। মাঝে ইনজুরিতে পড়ে আগের সেই ছন্দ হারিয়েছিলেন ফিজ। তবে নিজেকে ফিরে পেতে কঠোন অনুশীলন করছেন কাটার মাস্টার। এদিকে আজ (বুধবার) ছিল মুস্তাফিজের ২২ তম জন্মদিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্টে এখন পর্যন্ত ৩ টি উইকেট পেয়েছেন ফিজ। জন্মদিনে ছিলেন টাইগারদের সেরা বোলার। তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আসেন মুস্তাফিজ।

Also Read - ওয়ার্নারের উইকেট ক্যারিয়ারের স্পেশালঃ মুস্তাফিজ


জন্মদিনে জাতীয় দলের ক্রিকেটাররা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানান মুস্তাফিজকে। এর বাইরেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন ফিজ। এই প্রসঙ্গে এই বামহাতি পেসার বলেন, “আইপিএলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সবাই উইশ করছে। ওয়ার্নারও ছিলো।” এছাড়া চলতি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষেও মুস্তাফিজকে আলাদাভাবে জন্মদিনের শুভেচ্ছা জানান ওয়ার্নার।

জন্মদিনে উইকেট প্রাপ্তির অনুভুতি কেমন এমন প্রশ্নে ফিজ জানান, “আমার তো সব সময় ভালোই লাগে।”

কাটার মাস্টার হিসেবে পরিচিত থাকলেও এর বাইরে আরো নতুন ভেরিয়েশন নিয়ে কাজ করছেন মুস্তাফিজ। তিনি বলেন, “এখন আমার চেষ্টা থাকবে নতুন একটা ভেরিয়েশন নিয়ে কাজ করা। আগে কাটার ছিলো। এখন নতুন কিছু করতে হবে।”

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ টি একদিনের ম্যাচের ২১ ইনিংসে বল করে ৪৪ টি উইকেট নিয়েছে মুস্তাফিজ। অন্যদিকে ১৭ টি টি-টোয়েন্টি থেকে পেয়েছেন ২৭ টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আবারো বাংলাদেশ সিরিজ স্থগিত করবে অস্ট্রেলিয়া?

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজ সূচি

“মন জিতে নিয়েছে বাংলাদেশ”: রমিজ রাজা

৩৮০ রান অনেক বেশি!

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া